একটি বৃহত্তম হিন্দুধর্ম সম্পর্কিত বই প্রকাশনা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট (বিবিটি) (ইংরেজি: Bhaktivedanta Book Trust) কৃষ্ণ ও দর্শন, ধর্ম এবং ভারতের গৌড়ীয় বৈষ্ণব ঐতিহ্য-সংস্কৃতি বিষয়ক বইয়ের বৃহত্তম প্রকাশনা।[১] এটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) প্রতিষ্ঠাতা-আচার্য অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়াও এটি ব্যাক টু গডহেড নামে ইংরেজি, হিন্দি, মারাঠি, বাংলা, ইতালীয়, হাঙ্গেরীয়, এবং অন্যান্য ভাষায় একটি পত্রিকা প্রকাশ করে থাকে। এটি একটি অলাভজনক সংগঠন যা ইসকন থেকে স্বতন্ত্র।
সংক্ষেপে | বিবিটি |
---|---|
গঠিত | ১৯৭২ |
ধরন | অলাভজনক |
অবস্থান |
|
ওয়েবসাইট | www |
Seamless Wikipedia browsing. On steroids.