Remove ads
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রোঞ্জ উলফ পুরস্কার বিশ্ব স্কাউট কমিটি কর্তৃক " বিশ্ব স্কাউট আন্দোলনে একজন ব্যক্তির অসামান্য অবদানের " স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।[১] এটি বিশ্বের সর্বোচ্চ সম্মান যা একজন স্বেচ্ছাসেবক স্কাউট নেতাকে স্বীকৃতি হিসেবে দেওয়া হয় [২] এবং এটি বিশ্ব স্কাউট সংস্থা দ্বারা প্রদত্ত একমাত্র পুরস্কার।[৩] ১৯৩৫ সালে এই পুরস্কারটি প্রবর্তিত পর থেকে বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন স্কাউটের মধ্যে ৪০০ জনেরও কম এই পুরস্কার পেয়েছে।
ব্রোঞ্জ উলফ | |||
---|---|---|---|
দেশ | সারাবিশ্ব | ||
সৃষ্ট | ২ আগস্ট ১৯৩৫ | ||
প্রতিষ্ঠাতা | বিশ্ব স্কাউট সংস্থা | ||
এ জন্য পুরস্কৃত | স্কাউটিং - এ অসামান্য পরিষেবা | ||
প্রাপক | ৩৮৫(২০২২) | ||
| |||
স্কাউটিং এর প্রতিষ্ঠাতা রবার্ট ব্যাডেন পাওয়েল প্রাথমিকভাবে যে কোনও স্কাউটের স্কাউটিংয়ে অসামান্য অবদানকে সিলভার উলফ - এর উপহার দিয়ে স্বীকৃতি দিয়েছিলেন যদিও তিনি ছিলেন বিশ্বের প্রধান স্কাউট।[৪]
১৯২৪ সালে ডব্লিউ. এস. সি. এর পূর্বসূরি আন্তর্জাতিক কমিটি সিদ্ধান্ত নেয় যে , তাদের নিজস্ব নামে এবং নিজস্ব সুপারিশে একটি পুরস্কার দেওয়া প্রয়োজন। ব্যাডেন - পাওয়েল পুরস্কারের সংখ্যা সীমিত করতে চেয়েছিলেন কিন্তু স্বীকার করেছেন যে কমিটির উদ্বেগগুলি বৈধ ছিল। ১৯৩৪ সালের জুন মাসে একটি সিদ্ধান্তে পৌঁছনোর পর ১৯৩২ সালে বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা শুরু হয়। ডব্লিউএসসি ১৯৩৫ সালের ২রা আগস্ট স্টকহোমে এই পুরস্কারের ব্যবহারের অনুমোদন দেয় এবং সর্বসম্মতভাবে বাডেন - পাওয়েলকে প্রথম ব্রোঞ্জ উলফ পুরস্কার প্রদান করে।[৪][৫][৬]
ব্রোঞ্জ ওল্ফ পুরুষ্কার হল সর্বোচ্চ সম্মান যা সারা বিশ্বে একজন স্বেচ্ছাসেবক স্কাউট নেতাকে দেওয়া হয়।[২][৭] এটি স্কাউটারদের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় যারা বিশ্ব স্কাউট আন্দোলনে ব্যতিক্রমী এবং অসাধারণ অবদান রেখেছেন। এটি স্কাউটিং প্রোগ্রাম সফলভাবে বাস্তবায়নে ব্যক্তির অবদান - সেবা - নিষ্ঠা এবং বহু বছরের স্বেচ্ছাসেবী কাজকে স্বীকৃতি হিসেব দেওয়া দেয়।[৮][৯]
এই পুরস্কারকে একটি উল্লেখযোগ্য সম্মান রাখার জন্য আন্তর্জাতিক কমিটি দুই বছরের মধ্যে পুরস্কারের সংখ্যা সীমিত করে দুই - এ সীমাবদ্ধ করে দেয় , তবে বাস্তবে ১৯৩৫ থেকে ১৯৫৫ সালের মধ্যে মাত্র ১২টি পুরস্কার দিয়ে এটি আরও বিরলভাবে দেওয়া হয়েছিল।[১] স্কাউটিং - এর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পুরস্কারের সংখ্যাও বেড়েছে।১৯৫৫ থেকে ২০১৫ সালের মধ্যে ৩৪৬ বার এই পুরস্কার প্রদান করা হয়। ডব্লিউ. এস. সি - র নির্দেশিকায় বলা হয়েছে যে প্রদত্ত পুরস্কারের সংখ্যা বিশ্বব্যাপী প্রতি ২,০০,০০০ সদস্যের জন্য আনুমানিক একটি পুরস্কারের মধ্যে সীমাবদ্ধ হওয়া উচিত।[১] ২০১৬-এর হিসাব অনুযায়ী[হালনাগাদ], বিশ্ব স্কাউট ব্যুরোর অনুমান অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় ২৮ মিলিয়ন স্কাউট রয়েছে।[১০] ২০১৭ সালে আটটি ব্রোঞ্জ ওল্ফ পুরস্কার দেওয়া হয়েছিল।[১১]
প্রাপকদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট হামেংকুবুওনো নবম - এর মতো রাষ্ট্রপ্রধানরা,[১২][১৩] সুইডেনের কার্ল ষোড়শ গুস্তাফ , লুক্সেমবুর্গের গ্র্যান্ড ডিউক , ভূমিবল অতুল্যতেজ এবং ফিলিপাইনের রাষ্ট্রপতি ফিদেল রামোস।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.