ব্রহ্মপুর
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রহ্মপুর (ইংরেজি: Brahmapur) ভারতের ওড়িশা রাজ্যের গঞ্জাম জেলার একটি শহর। কথ্য ভাষায় বেরহামপুর বা বরহমপুর নামেও পরিচিত।
ব্রহ্মপুর ବ୍ରହ୍ମପୁର | |
---|---|
শহর | |
ওড়িশা, ভারতে অবস্থান | |
স্থানাঙ্ক: ১৯.৩২° উত্তর ৮৪.৭৮° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | ওড়িশা |
জেলা | গঞ্জাম |
উচ্চতা | ২৭ মিটার (৮৯ ফুট) |
জনসংখ্যা (২০০১) | |
• মোট | ২,৮৯,৭২৪ |
ভাষা | |
• অফিসিয়াল | ওড়িয়া |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+৫:৩০) |
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১৯.৩২° উত্তর ৮৪.৭৮° পূর্ব।[1] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ২৭ মিটার (৮৮ ফুট)।
ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে ব্রহ্মাপুর শহরের জনসংখ্যা হল ২৮৯,৭২৪ জন।[2] এর মধ্যে পুরুষ ৫২% এবং নারী ৪৮%।
এখানে সাক্ষরতার হার ৭৪%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৮৩% এবং নারীদের মধ্যে এই হার ৬৪%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে ব্রহ্মাপুর এর সাক্ষরতার হার বেশি।
এই শহরের জনসংখ্যার ১১% হল ৬ বছর বা তার কম বয়সী।
ব্রম্ভপুর শহরটি সরক এবং রেল উভয়ের সাথেই ভালোভাবে যুক্ত। হাওরা চেন্নাই লাইনের সব ট্রেন ই
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.