Loading AI tools
হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বে-ঈমান সোহানলাল কনওয়ার পরিচালিত ১৯৭২ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মনোজ কুমার, রাখী, প্রাণ ও প্রেম চোপড়া। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং এটি সেই বছরের ৪র্থ শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[১]
বে-ঈমান | |
---|---|
পরিচালক | সোহানলাল কনওয়ার |
প্রযোজক | সোহানলাল কনওয়ার |
রচয়িতা | সচিন ভৌমিক |
চিত্রনাট্যকার | রাম কেলকর |
কাহিনিকার | সচিন ভৌমিক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | শঙ্কর জয়কিষণ |
চিত্রগ্রাহক | রাধু কর্মকার |
সম্পাদক | নন্দ কুমার |
প্রযোজনা কোম্পানি | ফিল্মনগর |
পরিবেশক | ফিল্মনগর |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৭ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
আয় | ₹৫.৫০ কোটি |
চলচ্চিত্রটি ২০তম ফিল্মফেয়ার পুরস্কারে ৮টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৭টি বিভাগে পুরস্কার লাভ করে।[২] এটি পরবর্তীকালে তামিল ভাষায় এন মগন (১৯৭০) নামে পুনর্নির্মিত হয়, এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শিবাজি গণেশন।[৩]
পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল |
---|---|---|---|
২০তম ফিল্মফেয়ার পুরস্কার[৪][৫] | শ্রেষ্ঠ চলচ্চিত্র | বে-ঈমান | বিজয়ী |
শ্রেষ্ঠ পরিচালক | সোহানলাল কনওয়ার | ||
শ্রেষ্ঠ অভিনেতা | মনোজ কুমার | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | প্রাণ[ক] | ||
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | নাজিমা | মনোনীত | |
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক | শঙ্কর-জয়কিষণ | বিজয়ী | |
শ্রেষ্ঠ গীতিকার | বর্মা মালিক | ||
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী | মুকেশ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.