বে-ঈমান

হিন্দি ভাষার চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বে-ঈমান

বে-ঈমান সোহানলাল কনওয়ার পরিচালিত ১৯৭২ সালের ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মনোজ কুমার, রাখী, প্রাণপ্রেম চোপড়া। চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যবসাসফল হয় এবং এটি সেই বছরের ৪র্থ শীর্ষ আয়কারী চলচ্চিত্র।[১]

দ্রুত তথ্য বে-ঈমান, পরিচালক ...
বে-ঈমান
Thumb
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকসোহানলাল কনওয়ার
প্রযোজকসোহানলাল কনওয়ার
রচয়িতাসচিন ভৌমিক
চিত্রনাট্যকাররাম কেলকর
কাহিনিকারসচিন ভৌমিক
শ্রেষ্ঠাংশে
সুরকারশঙ্কর জয়কিষণ
চিত্রগ্রাহকরাধু কর্মকার
সম্পাদকনন্দ কুমার
প্রযোজনা
কোম্পানি
ফিল্মনগর
পরিবেশকফিল্মনগর
মুক্তি
  • ১৫ ডিসেম্বর ১৯৭২ (1972-12-15)
স্থিতিকাল১৪৭ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
আয়₹৫.৫০ কোটি
বন্ধ

চলচ্চিত্রটি ২০তম ফিল্মফেয়ার পুরস্কারে ৮টি বিভাগে মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ ৭টি বিভাগে পুরস্কার লাভ করে।[২] এটি পরবর্তীকালে তামিল ভাষায় এন মগন (১৯৭০) নামে পুনর্নির্মিত হয়, এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন শিবাজি গণেশন[৩]

অভিনয়শিল্পীদল

  • মনোজ কুমার - মোহন / শ্যাম
  • রাখী - সপ্না
  • প্রাণ - কনস্টেবল রাম সিং
  • প্রেম চোপড়া - দীপক দাস
  • নাজিমা - মীনা
  • প্রেমনাথ - ডি.আই.জি. গোপাল দাস
  • সুলোচনা লতকর - মিসেস গোপাল দাস
  • রাজ মেহরা - সেঠ জমনা দাস
  • স্নেহলতা - কামিনী
  • রাজপাল

পুরস্কার

টীকা

  1. প্রাণ এই পুরস্কার প্রত্যাখ্যান করেন এই ভিত্তিতে যে শ্রেষ্ঠ সঙ্গীতের পুরস্কার পাকিজা (১৯৭২)-এর জন্য গুলাম মোহাম্মদের পাওয়া উচিত ছিল, বে-ঈমান-এর জন্য শঙ্কর-জয়কিষণ নন।[৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.