উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেহালা বিমানবন্দর[২] (আইসিএও: VEBA) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের একটি বিমানবন্দর। এটি দক্ষিণ কলকাতার বেহালায় অবস্থিত। বিমানবন্দরটিতে ১০৬৬ মিটার দীর্ঘ রানওয়ে রয়েছে।এটি ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত হয়।বর্তমানে পরিকল্পনা করা হচ্ছে যে কলকাতা বিমানবন্দর এর চাপ কমাতে বেহালা বিমানবন্দরের রানওয়ে বাড়িয়ে ৪৫,০০০ ফুট (১৪,০০০ মিটার) করা হবে এবং অভ্যন্তরীণ বিমান পরিচালনা করা হবে।
বেহালা বিমানবন্দর বেহালা ফ্লাইং ক্লাব | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | কলকাতা | ||||||||||
অবস্থান | বেহালা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১০ ফুট / ৩ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২২°৩০′১৯.১″ উত্তর ০৮৮°১৭′৪৭.৯″ পূর্ব | ||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
প্রতি রবিবার এই বিমানবন্দর থেকে দীঘাতে হেলিকপ্টার পরিষেবা বর্তমান।[৩]
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
পেয়ারএয়ার | দীঘা |
Seamless Wikipedia browsing. On steroids.