বেলেরহাট রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেলেরহাট রেলওয়ে স্টেশন হল পূর্ব রেলওয়ের হাওড়া রেল বিভাগে অবস্থিত একটি কলকাতা শহরতলি রেল স্টেশন। এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় ব্যান্ডেল-কাটোয়া লাইনে অবস্থিত।[১][২]
ভারতীয় রেলওয়ে স্টেশন | |||||||||||
অবস্থান | জনেশ্বরপুর, বেলেরহাট, পূর্ব বর্ধমান জেলা, পশ্চিমবঙ্গ ভারত | ||||||||||
স্থানাঙ্ক | ২৩°৩১′১০″ উত্তর ৮৮°১৬′৫৯″ পূর্ব | ||||||||||
উচ্চতা | ১৯ মিটার (৬২ ফুট) | ||||||||||
মালিকানাধীন | ভারতীয় রেলওয়ে | ||||||||||
লাইন | হাওড়া–নিউ জলপাইগুড়ি রেলপথ | ||||||||||
প্ল্যাটফর্ম | ২ | ||||||||||
রেলপথ | ২ | ||||||||||
নির্মাণ | |||||||||||
গঠনের ধরন | আদর্শ (স্থল স্টেশন) | ||||||||||
অন্য তথ্য | |||||||||||
অবস্থা | সক্রিয় | ||||||||||
স্টেশন কোড | বিকিউওয়াই | ||||||||||
অঞ্চল | পূর্ব রেল | ||||||||||
বিভাগ | হাওড়া রেল বিভাগ | ||||||||||
ইতিহাস | |||||||||||
চালু | ১৯১৩ | ||||||||||
বৈদ্যুতীকরণ | ১৯৯৪-৯৬ | ||||||||||
আগের নাম | ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি | ||||||||||
পরিষেবা | |||||||||||
| |||||||||||
অবস্থান | |||||||||||
![]() |
ইতিহাস
ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির হুগলী কাটোয়া রেলওয়ে বিভাগ ১৯১৩ সালে ব্যান্ডেল হতে কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত রেল লাইন তৈরি করে।[৩] বেলেরহাট রেলওয়ে স্টেশন সহ সম্পূর্ণ রেলপথটির বৈদ্যুতিকরণ (২৫ কিলো ভোল্ট ওভারহেড) সম্পন্ন হয় ১৯৯৪-৯৬ সালে।[৪]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.