বেরি
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বেরি একধরনের ছোট, শাঁসালো এবং ভক্ষণীয় ফল। সাধারণত এসব ফল রসালো, বৃত্তাকার, উজ্জ্বল বর্ণ, টক বা মিষ্টি স্বাদের হয় এবং এতে কোনো গর্ত থাকে না। যদিও এতে অনেক বীজের উপস্থিতি থাকে।[১] বেরির সাধারণ উদাহরণের মধ্যে স্ট্রবেরি, রাসবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি উল্লেখযোগ্য।[২]

তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.