বুড়িশ্বর ইউনিয়ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বুড়িশ্বর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাসিরনগর উপজেলার একটি ইউনিয়ন।
বুড়িশ্বর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে বুড়িশ্বর ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৩′২১.০″ উত্তর ৯১°১৩′২৫.৭″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | নাসিরনগর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | এ টি এম মোজাম্মেল হক সরকার |
আয়তন | |
• মোট | ৩৩.৩৫ বর্গকিমি (১২.৮৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,১৬৩ |
• জনঘনত্ব | ৯৩০/বর্গকিমি (২,৪০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২৮.৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৪০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বুড়িশ্বর ইউনিয়নের আয়তন ৮,২৪০ একর (৩৩.৩৫ বর্গ কিলোমিটার)।[১] নাসিরনগর উপজেলা সদর থেকে প্রায় ৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এ ইউনিয়নের পশ্চিমে গোয়ালনগর ইউনিয়ন, নাসিরনগর ইউনিয়ন ও গোকর্ণ ইউনিয়ন; দক্ষিণে পূর্বভাগ ইউনিয়ন; পূর্বে গুনিয়াউক ইউনিয়ন ও ফান্দাউক ইউনিয়ন এবং উত্তরে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই ইউনিয়ন, মোড়াকরি ইউনিয়ন অবস্থিত।
বুড়িশ্বর ইউনিয়ন নাসিরনগর উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম নাসিরনগর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৩নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-১ এর অংশ। এটি ১০টি মৌজায় বিভক্ত এবং মোট গ্রাম ১২টি।[২]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িশ্বর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩১,১৬৩ জন। এর মধ্যে পুরুষ ১৫,০৪২ জন এবং মহিলা ১৬,১২১ জন। মোট পরিবার ৫,৮৬২টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৯৩৫ জন। মৌজা এবং গ্রামভিত্তিক জনসংখ্যা নিচে উল্লেখ করা হল:[২]
ক্রম নং | মৌজা নং | মৌজার নাম | গ্রামের নাম | পরিবার সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
---|---|---|---|---|---|
০১ | ০০৯ | আলাকপুর | আলাকপুর | ১২৭ | ৬৯৮ |
০২ | ০৪৯ | আশুরাইল | আশুরাইল | ৯৫৩ | ৪,৭৪৬ |
০৩ | ১৯৯ | ভোলাউক | ভোলাউক | ২৮৯ | ১,৫২৩ |
০৪ | ২৫৮ | বুড়িশ্বর | গঙ্গানগর | ১৫০ | ৭০১ |
চানপাড়া | ১৩২ | ৭৪২ | |||
বুড়িশ্বর | ৮২৭ | ৪,৪৬৮ | |||
০৫ | ৩১৮ | দক্ষিণ সিংহগ্রাম | দক্ষিণ সিংহগ্রাম | ৫৭৯ | ৩,০৬৮ |
০৬ | ৭৯৬ | ইছাপুর | ইছাপুর | ১০২ | ৫৭৯ |
০৭ | ৮২৯ | লক্ষ্মীপুর উত্তর | লক্ষ্মীপুর উত্তর | ৬২৬ | ৩,৩১৭ |
০৮ | ৯০৫ | শ্রীঘর | শ্রীঘর | ১,৬৮৮ | ৯,৩৯৯ |
০৯ | ৯৩৫ | তিলপাড়া | তিলপাড়া | ২৫৫ | ১,২৬৫ |
১০ | ৯৬৫ | উত্তর ভাটপাড়া | উত্তর ভাটপাড়া | ১৩৪ | ৬৫৭ |
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বুড়িশ্বর ইউনিয়নের সাক্ষরতার হার ২৮.৮%।[১] এ ইউনিয়নে ১টি স্কুল এন্ড কলেজ, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[৩]
বুড়িশ্বর ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক সরাইল-নাসিরনগর-লাখাই-হবিগঞ্জ সড়ক। সব ধরনের যানবাহনে যাতায়াত করা যায়। এছাড়া অন্যান্য সড়কগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছাতিয়াইন-ফান্দাউক সড়ক। তবে বর্ষাকালে গঙ্গাসাগর সহ কয়েকটি এলাকায় নৌযানে চলাচল করতে হয়।[৬]
বুড়িশ্বর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে মেঘনা নদী এবং উত্তর পাশ দিয়ে মেঘনা নদীর শাখা বলভদ্রা নদী প্রবাহিত হচ্ছে।[৭]
বুড়িশ্বর ইউনিয়নে মোট ৭টি হাট/বাজার রয়েছে। সেগুলো হল সৈয়দ আক্তারনগর বাজার, লক্ষ্মীপুর বাজার, নিউ টাউনশিপ বাজার, শ্রীঘর বউ বাজার, সিংহগ্রাম বাজার,চণ্ডিপুর বাজার,চানপাড়া পয়েন্ট বাজার।[৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.