বীর চন্দ্র মাণিক্য

ত্রিপুরার রাজা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বীর চন্দ্র মাণিক্য

মাণিক্য রাজবংশীয় মহারাজ বীর চন্দ্র মানিক্য ১৮৬২ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত ত্রিপুরার রাজা ছিলেন।

দ্রুত তথ্য মহামান্য মহারাজ বীর চন্দ্র মাণিক্য দেববর্মণ বাহাদুর, রাজত্ব ...
মহামান্য মহারাজ বীর চন্দ্র মাণিক্য দেববর্মণ বাহাদুর
ত্রিপুরা রাজ্যের রাজা
Thumb
রাজত্ব১৮৬২-১৮৯৬
পূর্বসূরিঈশান চন্দ্র মাণিক্য
উত্তরসূরিরাধা কিশোর মাণিক্য
দাম্পত্য সঙ্গী
বংশধর
বন্ধ

জীবনী

Thumb
মহারাজ বীরচন্দ্র, সাথে মহারাণী মনোমোহিনী, ১৮৮০ সাল

মহারাজ বীর চন্দ্র মাণিক্য কে আধুনিক আগরতলা শহরের স্থপতি হিসাবে গণ্য করা হয়। [] ১৮৬২ সালে বীরচন্দ্র মানিক্য আগরতলার নগরীকরণ শুরু করেন। ১৮৭১ সালে তিনি আগরতলা পৌরসভা প্রতিষ্ঠা করেন।

১৮৯০ সালে তিনি ত্রিপুরায় প্রথম পশ্চিমা শিক্ষার প্রতিষ্ঠান উমাকান্ত একাডেমী প্রতিষ্ঠা করেন। তিনি একজন উত্সাহী ফটোগ্রাফার ছিলেন। তিনি ভারতের প্রথম রাজা যিনি তার প্রাসাদে বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। []

উত্তরাধিকার

মহারাজ বীরচন্দ্র সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস প্রথম আলো'র প্রধান চরিত্রগুলির মধ্যে একজন ছিলেন।

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.