বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা

পশ্চিমবঙ্গ বিধানসভা কেন্দ্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র, দক্ষিণ চব্বিশ পরগনা জেলাmap

বিষ্ণুপুর (বিধানসভা কেন্দ্র) ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত।

দ্রুত তথ্য বিষ্ণুপুর, দেশ ...
বিষ্ণুপুর
বিধানসভা কেন্দ্র
Thumb
বিষ্ণুপুর
Thumb
বিষ্ণুপুর
কেন্দ্রের অবস্থান
স্থানাঙ্ক: ২২°২৩′০০″ উত্তর ৮৮°১৬′০০″ পূর্ব
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাদক্ষিণ চব্বিশ পরগনা
কেন্দ্র নং.১৪৬
আসনতফসিলি জাতির জন্য সংরক্ষিত
লোকসভা কেন্দ্র২১. ডায়মন্ড হারবার
নির্বাচনী বছর২১০,৫৪৩ (২০১১)
বন্ধ

এলাকা

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ১৪৬ নং বিষ্ণুপুর (এসসি) বিধানসভা কেন্দ্রটি বিষ্ণুপুর-১ সমষ্টি উন্নয়ন ব্লক এবং আসুতি-১, আসুতি-২, ছত্তা এবং রসপুঞ্জ গ্রাম পঞ্চায়েত গুলি ঠাকুরপুকুর মহেশতলা সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।[]

বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রটি ২১ নং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র এর অন্তর্গত।[] সমস্ত বিষ্ণুপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, বিষ্ণুপুর পূর্ব বিধানসভা কেন্দ্রটি যাদবপুর লোকসভা কেন্দ্র এর অন্তর্গত ছিল।[]

বিধানসভার বিধায়ক

আরও তথ্য নির্বাচনের বছর, কেন্দ্র ...
নির্বাচনের
বছর
কেন্দ্রবিধায়করাজনৈতিক দল
১৯৫১বিষ্ণুপুরবসন্ত কুমার মালভারতীয় জাতীয় কংগ্রেস[]
প্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি[]
১৯৫৭প্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি []
রবীন্দ্রনাথ রায়ভারতের কমিউনিস্ট পার্টি []
১৯৬২বিষ্ণুপুর পশ্চিমযুগল চন্দ্র সাঁত্রাভারতীয় জাতীয় কংগ্রেস []
বিষ্ণুপুর পূর্বশান্তিলতা মণ্ডলভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৬৭বিষ্ণুপুর পশ্চিমপ্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
বিষ্ণুপুর পূর্বসুন্দর কুমার নস্করভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৬৯বিষ্ণুপুর পশ্চিমপ্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
বিষ্ণুপুর পূর্বসুন্দর কুমার নস্করভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
১৯৭১বিষ্ণুপুর পশ্চিমপ্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
বিষ্ণুপুর পূর্বরামকৃষ্ণ বরভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭২বিষ্ণুপুর পশ্চিমপ্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[]
বিষ্ণুপুর পূর্বরামকৃষ্ণ বরভারতীয় জাতীয় কংগ্রেস[]
১৯৭৭বিষ্ণুপুর পশ্চিমপ্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০]
বিষ্ণুপুর পূর্বসুন্দর কুমার নস্করভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১০]
১৯৮২বিষ্ণুপুর পশ্চিমপ্রভাস রায়ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১১]
বিষ্ণুপুর পূর্বসুন্দর কুমার নস্করভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১১]
১৯৮৭বিষ্ণুপুর পশ্চিমকাশীনাথ আদকভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২]
বিষ্ণুপুর পূর্বসুন্দর কুমার নস্করভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১২]
১৯৯১বিষ্ণুপুর পশ্চিমকাশীনাথ আদকভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৩]
বিষ্ণুপুর পূর্বসুন্দর কুমার নস্করভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৩]
১৯৯৬বিষ্ণুপুর পশ্চিমশঙ্কর সরন সরকারভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) [১৪]
বিষ্ণুপুর পূর্বআনন্দ কুমার বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৪]
২০০১বিষ্ণুপুর পশ্চিমসুব্রত বক্সীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৫]
বিষ্ণুপুর পূর্বদিলীপ মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস [১৫]
২০০৬বিষ্ণুপুর পশ্চিমরথীন সরকারভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৬]
বিষ্ণুপুর পূর্বআনন্দ কুমার বিশ্বাসভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)[১৬]
২০০৯ উপনির্বাচনবিষ্ণুপুর পশ্চিমমদন মিত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৭]
২০১১বিষ্ণুপুরদিলীপ মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস[১৮]
বন্ধ

নির্বাচনী ফলাফল

সারাংশ
প্রসঙ্গ

২০১১

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন, ২০১১:বিষ্ণুপুর (এসসি) কেন্দ্র [১৮][১৯]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল দীলিপ মণ্ডল ৯৫,৯১২ ৫৩.৩৫
সিপিআই(এম) সুধীন সিনহা ৭০,৮৬২ ৩৯.৪১
বিজেপি শেখর নস্কর ৫,৭৪৫ ৩.২০
নির্দল প্রভাত কিরণ মণ্ডল ৩,৬৩৬
পিডিএস (আই) গোপিনাথ নস্কর ১,৭৩৫
ভোটার উপস্থিতি ১,৭৯,৭৯১ ৮৫.৩৯
তৃণমূল জয়ী (নতুন আসন)
বন্ধ

২০০৯ উপনির্বাচন

২০০৯ সালে বিষ্ণুপুর পশ্চিম বিধানসভা উপনির্বাচনে, সিপিআইএম এর বিধায়ক রথীন সরকারের মৃত্যুর কারণে উপনির্বাচন হয়। তৃণমূল কংগ্রেসের মদন মিত্র সিপিআই এম এর ইস্কান্দার হোসেনকে পরাজিত করেন।

আরও তথ্য দল, প্রার্থী ...
পশ্চিমবঙ্গ বিধানসভা উপনির্বাচন, ২০০৯]]:বিষ্ণুপুর পশ্চিম কেন্দ্র[১৭]
দল প্রার্থী ভোট % ±%
তৃণমূল মদন মিত্র ৮৫,৩৩৫ ৫৭.৭৪ +১২.৯৮
সিপিআই(এম) ইস্কান্দার হোসেন ৫৪,৯৪০ ৪০.৫ -৭.৪৭
জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি দৌলত হোসেন হাজী ৮০৯ ৩.২১
সংখ্যাগরিষ্ঠতা ৫৪,২১৩ ৫৭.২৪ +২০.৪৫
ভোটার উপস্থিতি ৯৪,৭১০ ৪৪.৮৮
সিপিআই(এম) থেকে তৃণমূল অর্জন করেছে সুইং +১২.৯৮
বন্ধ

১৯৭৭-২০০৬ বিষ্ণুপুর পূর্ব

২০০৬ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে,[১৬] সিপিআই (এম) এর আনন্দ কুমার বিশ্বাস বিষ্ণুপুর পূর্ব (এসসি) কেন্দ্র থেকে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দিলীপ মণ্ডলকে পরাজিত করেন। অধিকাংশ বছরে প্রতিযোগিতাগুলিতে প্রার্থীদের বিভিন্ন ধরনের কোণঠাসা করে ছিল কিন্তু শুধুমাত্র বিজয়ী ও রানার্সকে উল্লেখ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের দিলীপ মণ্ডল ২০০১ সালে সিপিআই (এম) এর আনন্দ কুমার বিশ্বাসকে পরাজিত করেন।[১৫] সিপিআই (এম) এর আনন্দ কুমার বিশ্বাস ১৯৯৬ সালে কংগ্রেসের মহাদেব নস্করকে পরাজিত করেন।[১৪] সিপিআই (এম) এর সুন্দর নস্কর ১৯৯১ সালে কংগ্রেসের রামকৃষ্ণ বরকে পরাজিত করেন,[১৩] ১৯৮৭ সালে কংগ্রেসের অর্ধেন্দু শেখর নস্করকে,[১২] ১৯৮২ সালে কংগ্রেসের মহাদেব নস্করকে[১১] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের রামকৃষ্ণ বরকে পরাজিত করেন।[১০][২০]

১৯৭৭-২০০৬ বিষ্ণুপুর পশ্চিম

২০০৬ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে,[১৬] সিপিআই (এম) এর রথীন সরকার তৃণমূল কংগ্রেসের মদন মিত্রকে পরাজিত করেন। তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী ২০০১ সালে সিপিআই (এম) এর রথীন সরকারকে পরাজিত করেন।[১৫] সিপিআই (এম) এর শঙ্কর সরন নস্কর ১৯৯৬ সালে কংগ্রেসের অরুণা ঘোষদস্তিদারকে পরাজিত করেন।[১৪] সিপিআই (এম) এর কাশীনাথ আদক ১৯৯১ সালে কংগ্রেসের অরুণা ঘোষদস্তিদারকে পরাজিত [১৩] এবং ১৯৮৭ সালে কংগ্রেসের সৈইক মকবুল হককে পরাজিত করেন।[১২] সিপিআই (এম) এর প্রভাশ চন্দ্র রায় ১৯৮২ সালে কংগ্রেসের নিরঞ্জন ঘোষকে[১১] এবং ১৯৭৭ সালে কংগ্রেসের মক হক সৈইক কে পরাজিত করেন।[১০][২১]

১৯৬২-১৯৭২ বিষ্ণুপুর পূর্ব

কংগ্রেসের রামকৃষ্ণ বর ১৯৭২[] এবং ১৯৭১ সালে[] জয়ী হন। সিপিআই (এম) এর সুন্দর কুমার নস্কর ১৯৬৯[] এবং ১৯৬৭ সালে[] জয়ী হন। ১৯৬২ সালে কংগ্রেসের শান্তিলতা মণ্ডল জয়ী হন।[]

১৯৬২-১৯৭২ বিষ্ণুপুর পশ্চিম

সিপিআই (এম) এর প্রভাশ চন্দ্র রায় ১৯৭২,[] ১৯৭১,[] ১৯৬৯[] এবং ১৯৬৭ সালে[] জয়ী হন। ১৯৬২ সালে কংগ্রেসের যুগল চরণ সাঁত্রা জয়ী হন।[]

১৯৫১-১৯৫৭ বিষ্ণুপুর

১৯৫৭ সালে[] বিষ্ণুপুর কেন্দ্র থেকে সিপিআইয়ের প্রভাশ চন্দ্র রায় এবং সিপিআই এর রবীন্দ্রনাথ রায় যৌথভাবে জয়ী হন। স্বাধীন ভারতের প্রথম নির্বাচনে ১৯৫১ সালে,[] বিষ্ণুপুর কেন্দ্র থেকে কংগ্রেসের বসন্ত কুমার মাল এবং সিপিআইয়ের প্রভাশ চন্দ্র রায় যৌথভাবে জয়ী হন।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.