বিনোদ মেহরা

ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বিনোদ মেহরা

বিনোদ মেহরা বলিউড চলচ্চিত্র শিল্পের একজন অভিনেতা ছিলেন যিনি সত্তরের দশকে মোটামুটি জনপ্রিয় ছিলেন। তিনি ১৯৫০-এর দশকের শেষের দিকে শিশু অভিনেতা হিসেবে এবং ১৯৭১ সালে একজন পূর্ণবয়স্ক অভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। তিনি ১৯৭০-এর দশক থেকে ১৯৯০-এর দশকে তার মৃত্যুর মধ্য দিয়ে ১৯৯০ সালে ৪৫ বছর বয়সে মোট ১০০টি চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি প্রযোজক এবং পরিচালকও ছিলেন, তার মৃত্যুর ৩ বছর পর মুক্তি পেয়েছিলো 'গুরুদেব' নামের একটি চলচ্চিত্র।

দ্রুত তথ্য বিনোদ মেহরাविनोद मेहरा, জন্ম ...
বিনোদ মেহরা
विनोद मेहरा
Thumb
জন্ম(১৯৪৫-০২-১৩)১৩ ফেব্রুয়ারি ১৯৪৫
মৃত্যু৩০ অক্টোবর ১৯৯০(1990-10-30) (বয়স ৪৫)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৫৮-১৯৬০, ১৯৭১-১৯৯০
দাম্পত্য সঙ্গীমিনা ব্রোচা (তালাকপ্রাপ্ত)
বিন্দিয়া গোস্বামী (বিচ্ছেদ)
কিরন (বিনোদের মৃত্যু পর্যন্ত)
সন্তানসোনিয়া, রোহান
বন্ধ

কর্মজীবন

মেহরা ১৯৫৮ সালের 'রাগিনী' চলচ্চিত্রে অভিনয় করেন; তিনি চলচ্চিত্রটিতে শিশু শিল্পী হিসেবে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন। শিশু শিল্পী হিসেবে আরও কয়েকটি ছোটোখাটো ভূমিকা পালন করার পর, তিনি ১৯৭১ সালে প্রাপ্ত বয়স্ক হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন, 'এক থি রিটা', একটি ইংরেজি নাটকের উপর আধারিত চলচ্চিত্রটিতে তনুজা ছিলেন।[১][২] তিনি ১৯৬৫ সালে অল ইন্ডিয়া ট্যালেন্ট কনটেস্টের একজন প্রতিযোগী ছিলেন, প্রতিযোগিতাটি ইউনাইটেড প্রোডিউসার্স এবং ফিল্মফেয়ার কর্তৃক আয়োজিত হয়েছিলো; দশ হাজারেরও বেশি প্রতিযোগী প্রতিযোগিতাটিতে অংশ নিয়েছিলো। মেহরা রাজেশ খান্নার কাছে পরাজিত হয়ে প্রতিযোগিতার রানার আপ হিসেবে নির্বাচিত হন।[৩] প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে মেহরা গোল্ডফিল্ড মার্কেন্টাইল কোম্পানির একজন কার্যনির্বাহী ছিলেন। মুম্বাইয়ের গেলর্ড রেস্টুরেন্টে রূপ কে. শোরের নজরে আসার দ্বারা পর তার চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু হয়েছিলো।[৪]

ব্যক্তিগত জীবন এবং পরিবার

বিনোদের জন্ম ১৯৪৫ সালে পাঞ্জাব প্রদেশের অমৃতসরে, তার বড় বোন শারদা ষাটের দশকে হিন্দি চলচ্চিত্রে ছোটো-খাটো ভূমিকায় অভিনয় করতেন।

বিনোদ মোট তিনবার বিয়ে করেন, প্রথমবার তার মা তাকে মীনা ব্রোচা নামের এক মেয়ের সঙ্গে বিয়ে দেন কিন্তু বিনোদ তার বান্ধবী অভিনেত্রী বিন্দিয়া গোস্বামীকে বিয়ে করে ফেললে মীনা তাকে তালাক দেন। বিন্দিয়া পরিচালক জে পি দত্ত এর সঙ্গে প্রেম করা শুরু করলে বিনোদ তাকে তালাক দেন।[৫]

বিনোদ তার আরেক বান্ধবী অভিনেত্রী রেখার সঙ্গে প্রেম করা শুরু করেন এবং পরে বিয়ে করেন বলে জানা যায় যদিও এটার সত্যতা আজ অবধি জানা যায়নি এবং রেখা কখনো বলেননি যে বিনোদ তার স্বামী।[৬]

১৯৮৮ সালে বিনোদ কিরণ নামের এক মধ্যবিত্ত মেয়েকে বিয়ে করেন এবং এক পুত্র-কন্যা জন্ম দেন, ১৯৯০ সালে বিনোদ হৃদরোগে মারা গেলে বাচ্চা দুটো তখনো শিশুই ছিলো।[৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.