বিদায় হজ্জ
মুহাম্মদের শেষ ও একমাত্র তীর্থ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিদায় হজ (আরবি: حِجَّة ٱلْوَدَاع, প্রতিবর্ণীকৃত: হিজ্জাতু আল-ওয়াদা) ছিল মুহাম্মদের জীবনের শেষ হজ্জ; সেই সাথে এটি তার জীবনের একমাত্র হজ্জও ছিল। ৬৩২ সালে তিনি এই হজ্জ-ব্রত পালন করেন।
হজ্জ্বের জন্য যাত্রা
মুহাম্মদ ১০ বছর যাবৎ মদীনায় বাস করেন এবং এই সময়ের মধ্যে তিনি একবারও পূর্ণাঙ্গ হজ্জ্ব পালন করেননি। যদিও এর পূর্বে তিনি দুইবার উমরাহ পালন করেছিলেন। এরপর কুরআনের নিম্নোক্ত আয়াত:
এবং মানুষের মধ্যে হজ্বের জন্যে ঘোষণা প্রচার কর। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃশকায় উটের পিঠে সওয়ার হয়ে দূর-দূরান্ত থেকে। (২২:২৭)
নাজিল হওয়ার পর তিনি ঘোষণা করেন ঐ বছর তিনি হজ্জ্ব পালন করবেন। বিশ্ব নবীর সাথে হজ্জ্বের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার জন্য মদীনা ও আশেপাশের এলাকা থেকে প্রচুর জনসমাগম ঘটে। যাত্রার পূর্বে তিনি নিজের অনুপস্থিতিতে আবু দুজানাকে মদীনার দায়িত্ব দেন। জিলক্বদ মাসের ২৫ তারিখ (৬৩২ খ্রীস্টাব্দের ফেব্রুয়ারি) তিনি তার সকল স্ত্রীদের নিয়ে মদীনা থেকে যাত্রা করেন। [১]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.