বন্দে উৎকল জননী' ভারত এর ওড়িশা রাজ্যের জাতীয় সংগীত। এই গীত কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র দ্বারা রচিত। ১৯৩৬ সালে উড়িষ্যা স্বতন্ত্ৰ হওয়ার পর এই সংগীতকে জাতীয় সংগীতের স্বীকৃতি দেয়া হয়।[১]

দ্রুত তথ্য বাংলা: I adore Thee, O! Mother Utkal, কথা ...
ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ
বাংলা: I adore Thee, O! Mother Utkal
বন্দে উৎকল জননী

Odisha (de facto) সঙ্গীত
কথাকান্তকবি লক্ষ্মীকান্ত মহাপাত্র, ১৯১২
সঙ্গীতকান্তকবি লক্ষ্মীকান্ত মহাপাত্র
গ্রহণকাল১৯৩৬ (British Raj)
বন্ধ

এই সংগীতে উৎকল বা উড়িষ্যা কে গৌরবময়ী করার পরিকল্পনা প্ৰকাশ পেয়েছে। এই সংগীত পৃথক করে উড়িষ্যার আন্দোলনকে তীব্ৰতর করে তোলে।

সংগীত

আরও তথ্য ওড়িয়া লিপিতে, বাংলা লিপিতে ...
ওড়িয়া লিপিতে বাংলা লিপিতে

ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ,
ଚାରୁ ହାସମୟୀ ଚାରୁ ଭାଷମୟୀ,
ଜନନୀ, ଜନନୀ, ଜନନୀ॥

ପୂତ-ପୟୋଧି-ବିଧୌତ-ଶରୀରା,
ତାଳତମାଳ-ସୁଶୋଭିତ-ତୀରା,
ଶୁଭ୍ର ତଟିନୀକୂଳ-ଶୀକର-ସମୀରା,
ଜନନୀ, ଜନନୀ, ଜନନୀ॥

ଘନ ଘନ ବନଭୂମି ରାଜିତ ଅଙ୍ଗେ,
ନୀଳ ଭୂଧରମାଳା ସାଜେ ତରଙ୍ଗେ,
କଳ କଳ ମୁଖରିତ ଚାରୁ ବିହଙ୍ଗେ,
ଜନନୀ, ଜନନୀ, ଜନନୀ॥

ସୁନ୍ଦର ଶାଳୀ-ସୁଶୋଭିତ-କ୍ଷେତ୍ରା,
ଜ୍ଞାନବିଜ୍ଞାନ-ପ୍ରଦର୍ଶିତ-ନେତ୍ରା,
ଯୋଗୀଋଷିଗଣ-ଊଟଜ-ପବିତ୍ରା,
ଜନନୀ, ଜନନୀ, ଜନନୀ॥

ସୁନ୍ଦର ମନ୍ଦିର ମଣ୍ଡିତ-ଦେଶା,
ଚାରୁକଳାବଳୀ-ଶୋଭିତ-ବେଶା,
ପୁଣ୍ୟ ତୀର୍ଥାଚୟ-ପୂର୍ଣ୍ଣ-ପ୍ରଦେଶା,
ଜନନୀ, ଜନନୀ, ଜନନୀ॥

ଉତ୍କଳ ଶୂରବର-ଦର୍ପିତ-ଗେହା,
ଅରିକୁଳ-ଶୋଣିତ-ଚର୍ଚ୍ଚିତ-ଦେହା,
ବିଶ୍ବଭୂମଣ୍ଡଳ-କୃତବର-ସ୍ନେହା,
ଜନନୀ, ଜନନୀ, ଜନନୀ॥

କବିକୁଳମୌଳି ସୁନନ୍ଦନ-ବନ୍ଦ୍ୟା,
ଭୁବନ ବିଘୋଷିତ-କୀର୍ତ୍ତି ଅନିନ୍ଦ୍ୟା,
ଧନ୍ୟେ, ପୁଣ୍ୟେ, ଚିରଶରଣ୍ୟେ,
ଜନନୀ, ଜନନୀ, ଜନନୀ॥

বন্দে উৎকল জননী,
চারু হাসময়ী চারু ভাষময়ী,
জননী! জননী! জননী।।

পূত-পয়োধি-বিধৌত-শরীরা,
তালতমাল-সুশোভিত-তীরা,
শুভ্ৰ তটিনীকূল-শিকর-সমীরা,
জননী! জননী! জননী।।

ঘন ঘন বনভূমি রাজিত অঙ্গে,
নীল ভূধরমালা সাজে তরঙ্গে,
কল কল মুখরিত চারু বিহঙ্গে,
জননী! জননী! জননী।।

সুন্দর শালী-সুশোভিত-ক্ষেত্রা,
জ্ঞানবিজ্ঞান-প্ৰদর্শিত-নেত্রা,
যোগীঋষিগণ-ঊটজ-পবিত্রা,
জননী! জননী! জননী।।॥

সুন্দর মন্দির মণ্ডিত-দেশা,
চারুকলাবলী-শোভিত-বেশা,
পুণ্য তীৰ্থাচয়-পূর্ণ্য-প্ৰদেশা,
জননী! জননী! জননী।।

উৎকল শূরবর-দৰ্পিত-গেহা,
অরিকুল-শোনিত-চৰ্চ্চিত-দেহা,
বিশ্বভূমণ্ডল-ক্রুতবর-স্নেহা,
জননী! জননী! জননী।।

কবিকুলমৌলি সুনন্দন-বন্দ্যা,
ভুবন বিঘোষিত-কীর্ত্তি অনিন্দ্যা,
ধন্যে, পুণ্যে, চিরশরণ্যে,
জননী! জননী! জননী।।

বন্ধ

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.