বন্দে উৎকল জননী' ভারত এর ওড়িশা রাজ্যের জাতীয় সংগীত। এই গীত কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র দ্বারা রচিত। ১৯৩৬ সালে উড়িষ্যা স্বতন্ত্ৰ হওয়ার পর এই সংগীতকে জাতীয় সংগীতের স্বীকৃতি দেয়া হয়।[১]
বাংলা: I adore Thee, O! Mother Utkal | |
---|---|
বন্দে উৎকল জননী | |
Odisha (de facto) সঙ্গীত | |
কথা | কান্তকবি লক্ষ্মীকান্ত মহাপাত্র, ১৯১২ |
সঙ্গীত | কান্তকবি লক্ষ্মীকান্ত মহাপাত্র |
গ্রহণকাল | ১৯৩৬ (British Raj) |
এই সংগীতে উৎকল বা উড়িষ্যা কে গৌরবময়ী করার পরিকল্পনা প্ৰকাশ পেয়েছে। এই সংগীত পৃথক করে উড়িষ্যার আন্দোলনকে তীব্ৰতর করে তোলে।
সংগীত
ওড়িয়া লিপিতে | বাংলা লিপিতে |
---|---|
ବନ୍ଦେ ଉତ୍କଳ ଜନନୀ, |
বন্দে উৎকল জননী, |
তথ্যসূত্র
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.