Loading AI tools
অস্ট্রেলিয়ান পেশাদার কুস্তিগির উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ম্যাথিউ এডাম (জন্ম ২৬ সেপ্টেম্বর ১৯৮৮) একজন অস্ট্রেলিয়ান পেশাদার কুস্তিগির যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউই এর সঙ্গে যুক্ত আছেন, যেখানে তিনি স্ম্যাকডাউন ব্র্যান্ডের হয়ে বাডি মারফি নামে কুস্তি লড়েন। তিনি ডাব্লিউডাব্লিউইতে কুস্তি লড়ার পূর্বে অস্ট্রেলিয়ায় কুস্তি লড়তেন।
বাডি মারফি | |
---|---|
জন্ম নাম | ম্যাথিও এডাম |
জন্ম | [১] মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া | ২৬ সেপ্টেম্বর ১৯৮৮
বাসস্থান | অরল্যান্ডো, ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্র |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | |
কথিত উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)[২] |
কথিত ওজন | ২২৭ পা (১০৩ কেজি)[৪] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | মেলবোর্ন, অস্ট্রেলিয়া[২] |
প্রশিক্ষক | ডাব্লিউডাব্লিউই পারফর্মেন্স সেন্টার[৫] |
অভিষেক | ২০০৭ |
তিনি ডাব্লিউডাব্লিউই এর সাথে যুক্ত হওয়ার পর তিনি ডাব্লিউডাব্লিউই এনএক্সটিতে কুস্তি লড়া শুরু করেন এবং এনএক্সটি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন। ২০১৮ সালে মারফি মেইন রোস্টারে সুযোগ পান এবং ডাব্লিউডাব্লিউই ২০৫ লাইভএ কুস্তি লড়া শুরু করেন। সেখানে তিনি ডাব্লিউডাব্লিউই ক্রুসওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেন। এপ্রিল ২০১৯ সালে তিনি স্ম্যাকডাউন লাইভ এ কুস্তি লড়া শুরু করেন।
এডাম বারুইক সেকেন্ডারি কলেজ এ পড়াশোনা করেছেন, তিনি ২০০৬ সালে স্নাতক কমপ্লিট করেছেন।[৬]
এডামস ৮ সেপ্টেম্বর ২০০৭ সালে প্রফেশনাল চ্যাম্পিয়নশিপ রেসলিং এ আত্মপ্রকাশ করেন, যেখানে তিনি জ্যাকি ল্যান্টারন এর সাথে দল গঠন করেন।[৭] ৩ ডিসেম্বর ২০১০ সালে তিনি পিসিডাব্লিউ স্ট্যাট চ্যাম্পিয়নশিপ জিতেন ড্যানি সাইকোকে হারিয়ে।[৮][৯] তিনি এমসিডাব্লিউ এ কুস্তি লড়েছেন কিছুদিন, তিনি সেখানে ২৮ জানুয়ারি ২০১২ সালে এমসিডাব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন স্লেক্সকে হারিয়ে।[১০][১১] তিনি ২৯৩ দিন চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়নশিপটি ধরে রাখেন।
১৭ মার্চ ২০১৩ সালে এডাম ডাব্লিউডাব্লিউই এর সাথে চুক্তি করেন। তিনি এনএক্সটি তে বাডি মারফি নামে ২৩ নভেম্বর ২০১৩ সালে আত্মপ্রকাশ করেন। তিনি ১৫ মে ২০১৪ সালে এলায়েস এর সাথে দল গঠন করেন।[১২]
আগস্ট ২০১৪ সালে ব্লাক এবং মারফি নামে দল গঠন করে এনএক্সটি ট্যাগ টিম টুর্নামেন্ট এ কুস্ত লড়েন।[১৩] ২০১৪ সালের শেষের দিকে তারা লুচা ড্রাগন্সের কাছে কয়েক দফা হেরে যান।[১৪][১৫][১৬][১৭] তার সাথে অক্টোবর ২০১৪ সালে তারা দ্যা এসেনশন এর কাছে না.১ ট্যাগ টিম ব্যাটল রয়েল হেরে যান।[১৮]
২১ জানুয়ারি ২০১৫ সালে ব্লাক এবং মারফি দ্যা বডবিলেনসকে হারিয়ে দেন এবং লুচা ড্রাগনসকে টাইটেল ম্যাচ এর জন্য চ্যালেঞ্জ করেন। ২৮ জানুয়ারি ব্লাক এবং মারফি চ্যাম্পিয়নদের হারিয়ে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে নেন, মারফিই হলো প্রথম কোনো অস্ট্রেলিয়ান যে ডাব্লিউডাব্লিউই তে কোনো খেতাব অর্জন করেছেন।[১৯]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.