শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বাড়ীয়া ইউনিয়ন
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
Remove ads
Remove ads
আয়তন ও জনসংখ্যা
মোট জনসংখ্যা: ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৩২,৫১৪ জন (প্রায়)।
শিক্ষা
শিক্ষার হার: ৩৮%
দর্শনীয় স্থান
বলধা জমিদার বাড়ি: প্রায় শত বছর পূর্বে এই বাড়ীয়া ইউনিয়ন ছিল জমিদার শাসন। যার নিদর্শন স্বরূপ বাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বলদা গ্রামের জমিদার বাড়ি। কালের গর্ভে জমিদার শাসন বিলীন হলেও, বিলীন হয়নি জমিদার বাড়ীর ভবন, জমিদার বাড়ীর বিচার কার্যালয়ের ভবন এবং ধর্মীয় উপাসনালয় এর অবকাঠামো। জমিদার নরেন্দ্র রায় চৌধুরী ছিলেন জমিদার শাসনের এক উজ্জল দৃষ্টান্ত। জমিদার নরেন্দ্র রায় চৌধুরী দীর্ঘ দিন বাড়ীয়া ইউনিয়ন ছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় জমিদারী কার্যক্রম পরিচালনা করেন।[১]
জনপ্রতিনিধি
বর্তমান চেয়ারম্যান: মোঃ হাবিবুর রাহমান খান (হাবিব)
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
কালি সেন | |
মোঃ হাসেম মোল্লা | |
মোঃ হাবিল ভূইয়া | |
মোঃ ইউনুস মন্ডল | |
হরেন্দ্র চন্দ্র দাস | |
মোঃ আজাহার খাঁ | |
মোঃ সামসুদ্দিন খা | |
মোঃ মুনজুর | |
মোঃ আক্তার উজ্জামান শুকুর | |
মোঃ হাবিবুর রাহমান খান (হাবিব) |
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads