বাড়ীয়া ইউনিয়ন
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাড়ীয়া ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
বাড়ীয়া ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাড়ীয়া ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে বাড়ীয়া ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৭′২০″ উত্তর ৯০°২০′৪৮″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | গাজীপুর জেলা |
উপজেলা | গাজীপুর সদর উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোঃ হাবিবুর রহমান খান |
আয়তন | |
• মোট | ৪০.৫৫ বর্গকিমি (১৫.৬৬ বর্গমাইল) |
জনসংখ্যা (১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী) | |
• মোট | ৩২,৫১৪ (প্রায়) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মোট জনসংখ্যা: ১৯৯১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৩২,৫১৪ জন (প্রায়)।
শিক্ষার হার: ৩৮%
বলধা জমিদার বাড়ি: প্রায় শত বছর পূর্বে এই বাড়ীয়া ইউনিয়ন ছিল জমিদার শাসন। যার নিদর্শন স্বরূপ বাড়ীয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বলদা গ্রামের জমিদার বাড়ি। কালের গর্ভে জমিদার শাসন বিলীন হলেও, বিলীন হয়নি জমিদার বাড়ীর ভবন, জমিদার বাড়ীর বিচার কার্যালয়ের ভবন এবং ধর্মীয় উপাসনালয় এর অবকাঠামো। জমিদার নরেন্দ্র রায় চৌধুরী ছিলেন জমিদার শাসনের এক উজ্জল দৃষ্টান্ত। জমিদার নরেন্দ্র রায় চৌধুরী দীর্ঘ দিন বাড়ীয়া ইউনিয়ন ছাড়াও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় জমিদারী কার্যক্রম পরিচালনা করেন।[১]
বর্তমান চেয়ারম্যান: মোঃ হাবিবুর রাহমান খান (হাবিব)
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
কালি সেন | |
মোঃ হাসেম মোল্লা | |
মোঃ হাবিল ভূইয়া | |
মোঃ ইউনুস মন্ডল | |
হরেন্দ্র চন্দ্র দাস | |
মোঃ আজাহার খাঁ | |
মোঃ সামসুদ্দিন খা | |
মোঃ মুনজুর | |
মোঃ আক্তার উজ্জামান শুকুর | |
মোঃ হাবিবুর রাহমান খান (হাবিব) |
Seamless Wikipedia browsing. On steroids.