Loading AI tools
রাজস্থান রাজ্যের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাড়মের ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য, রাজস্থানের পশ্চিমাংশে[1] যোধপুর বিভাগের অন্তর্গত গুরুত্বপূর্ণ একটি জেলা। বাড়মের জেলার সদরদপ্তর বাড়মের শহরে অবস্থিত। বাড়মের রাজস্থানে দ্বিতীয় বৃহত্তম জেলা। জেলার সদরদপ্তর ছাড়া অন্যান্য শহরগুলি যেমন; জাসোল, সিওয়ানা, বালোত্রা ইত্যাদি উল্লেখ্য। বর্তমানে বাড়মের জেলায় ক'একটি তৈলক্ষেত্র আবিষ্কৃত হয়েছে তার মধ্যে ঐশ্বর্যা তৈল ক্ষেত্র বৃহত্তম।
বাড়মের জেলা बाडमेर जिला | |
---|---|
রাজস্থানের জেলা | |
দেশ | ভারত |
রাজ্য | রাজস্থান |
প্রশাসনিক বিভাগ | যোধপুর বিভাগ |
সদরদপ্তর | বাড়মের |
আয়তন | |
• মোট | ২৮,৩৮৭ বর্গকিমি (১০,৯৬০ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ২৬,০৩,৭৫১ |
• জনঘনত্ব | ৯২/বর্গকিমি (২৪০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ৬.৯৭ শতাংশ |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৫৬.৫৩ |
• লিঙ্গানুপাত | ৯০২ |
প্রধান মহাসড়ক | ১৫ নং জাতীয় সড়ক, ১১২নং জাতীয় সড়ক |
স্থানাঙ্ক | ৭০.৮৩° উত্তর ৭২.৮৭° পূর্ব-২৪.৯৭° উত্তর ২৬.৫৩° পূর্ব |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বাড়মের জেলা রাজস্থানেরর পশ্চিমংশে অবস্থিত যার কিছু অংশ থর মরুভূমির অংশ। জেলার উত্তর সীমায় জৈসলমের জেলা, দক্ষিণে জালোর জেলা, পূর্ব সীমায় পালি ও যোধপুর জেলা এবং পশ্চিম সীমায় পাকিস্তানের পূর্ব সীমান্ত।
জেলার মট আয়তন ২৮,৩৮৭ বর্গকিলোমিটার (১০,৯৬০ মা২).[1] বাড়মের জেলা ২৪,২৮' থেকে ২৬,৩২' উত্তর অক্ষাংশ এবং ৭০,০৫' থেকল ৭২, ৫২' পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।[1]
লুনী নদী হল জেলার দীর্ঘতম নদী।
লোকসভা কেন্দ্র | সাংসদ | বিধানসভা কেন্দ্র | বিধায়ক |
---|---|---|---|
বাড়মের লোকসভা কেন্দ্র | কৈলাশ চৌধুরী (BJP) *1 | চোহতান | পদ্ম রাম (INC) *2 |
বারমের | মেওয়ারাম জৈন (INC) | ||
গুধা মালানি | হেমারাম চৌধুরী (INC) *3 | ||
বেটু | হরিশ চৌধুরী (INC) *4 | ||
সিওয়ানা | হামিরসিংহ ভায়াল (BJP) | ||
বাড়মের জেলা ভারতের পিছিয়ে পড়া জেলাগুলির একটি[2] ও রাজস্থানের বারোটি পিছিয়ে পড়া জেলাগুলির একটি যারা বিআরজিএফ ফান্ড পাচ্ছে।[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.