ব্যবহারিক বাংলা অভিধান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান বাংলা একাডেমি[১] কর্তৃক প্রকাশিত বাংলা ভাষার একটি অখণ্ড-পূর্ণাঙ্গ অভিধান সংস্করণ। ১৯৭৪ সালের ডিসেম্বরে স্বরবর্ণ অংশ নিয়ে অভিধানটি প্রথম প্রকাশিত হয়। ১৯৮৪ সালের জুনে প্রকাশিত হয় ব্যাঞ্জনবর্ণ অংশ। অভিধানটি প্রধান সম্পাদনায় রয়েছেন ডক্টর মুহম্মদ এনামুল হক (স্বরবর্ণ অংশ), সম্পাদনায় শিবপ্রসন্ন লাহিড়ী (ব্যাঞ্জনবর্ণ অংশ ও পরিমার্জিত সংস্করণ) এবং সহযোগী সম্পাদনায় স্বরোচিষ সরকার।[২]
প্রচ্ছদ শিল্পী | কাইয়ুম চৌধুরী |
---|---|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
বিষয় | বাংলা অভিধান |
ধরন | অভিধান |
প্রকাশিত | ডিসেম্বর, ১৯৭৪ (১ম প্রকাশ) ডিসেম্বর, ২০০০ (পরিমার্জিত সংস্করণ) জানুয়ারি ২০১৫ (পরিমার্জিত সংস্করণের অষ্টাদশ পুনর্মুদ্রণ) |
প্রকাশক | বাংলা একাডেমি |
মিডিয়া ধরন | ছাপা (হার্ডকভার) |
পৃষ্ঠাসংখ্যা | ১২২৪ (পরিমার্জিত সংস্করণের অষ্টাদশ পুনর্মুদ্রণ) |
আইএসবিএন | ৯৮৪-০৭-৫৯১৯-১ |
ওসিএলসি | ৬০৬৯৭৭৯৩৯ |
১৯৯২ সালের নভেম্বরে অভিধানটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। ২০০০ সালের ডিসেম্বরে পরিমার্জিত সংস্করণ প্রকাশিত হয়। পরবর্তীতে ২০০২ সালের জানুয়ারিতে পরিমার্জিত সংস্করণের প্রথম পুনর্মুদ্রণ সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে পরিমার্জিত সংস্করণের অষ্টাদশ পুনর্মুদ্রণ প্রকাশিত হয়।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.