বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা
বাংলাদেশের ইসলামী ফ্রন্টের ছাত্র শাখা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বাংলাদেশের একটি ছাত্র রাজনৈতিক দল, এটি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ছাত্র সংগঠন।[৪] এই সংগঠনটি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দৃঢ় বিশ্বাস অর্থাৎ ইসলামের নবী মুহাম্মদ এবং তার অনুসারীদের (সাহাবী) এর পথকে অনুসরণ করে। তারা ইসলামী আইনশাস্ত্রের চারটি মাযহাব হানাফি, মালেকী, শাফিয়ী এবং হাম্বলি ও সুফি তরিকা অর্থাৎ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দীয়া, সোহরাওয়ার্দীয়া এবং মুজাদ্দেদিয়া হিসাবে উপলব্ধি করে। এই সংগঠনটি বিশ্ব সন্ত্রাসবাদ এবং তথাকথিত ইসলামী চরমপন্থার বিরোধী গোষ্ঠী। এটি বাংলাদেশের একাত্তরের স্বাধীনতা যুদ্ধেরও সমর্থক। দলের বর্তমান সভাপতি মুহাম্আমদ নোয়ার হুসাইন এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদুল আলম।
প্রতিষ্ঠা
আহ্বায়কসহ মোট এগারোজন সদস্য নিয়ে ১৯৮০ সালের ২১ জানুয়ারি চট্টগ্রামে চট্টগ্রাম কলেজের পশ্চিমে দেবপাহাড়ে আহলা দরবার শরিফের খানকায়[৫] এই সংগঠনটি আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠাতা আহ্বায়ক ছিলেন মুহাম্মদ আব্দুল মান্নান।
সংগঠনটির পতাকায় লম্বালম্বিভাবে সাদা ও আড়াআড়িভাবে উপরে কালো ও নিচে সবুজ রঙ থাকে। এর লোগোতে একটি অর্ধ চাঁদের উপরে একটি তারা আছে এবং নিচে কোরআনের একটি আয়াতাংশ-"জা'ল হক ওয়া জা'হাকাল বাতিল" (সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে) লেখা আছে।
প্রতিবাদ
২০১৪ সালের আগস্টে, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা প্রধান মুহাম্মদ নুরুল হক চিশতি এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন যে, দলীয় নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারা বাংলাদেশে অর্ধদিবস ধর্মঘট পালিত হবে।[৬][৭][৮]
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্ত্বর এলাকায় মানববন্ধন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা।[৯]
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.