Loading AI tools
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নদীবন্দর হচ্ছে নদীর তীরে গড়ে ওঠা স্থান বা স্থাপনা, যেখানে নৌযানে চলাচলকারী যাত্রী ও পণ্য ওঠানামা করা হয়। নদীবহুল দেশ বলে আবহমান কাল থেকেই বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় নৌপথ ও নদীবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের প্রায় সব বড় শহর ও বাণিজ্যকেন্দ্রই গড়ে উঠেছে নদী বন্দরকে কেন্দ্র করে। এ সব বন্দরে যন্ত্রচালিত নৌযান অবতরণ এবং যাত্রী ও পণ্য ওঠানামার সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এছাড়া বিআইডব্লিউটিএ-এর উদ্যোগে আরো ৪৪৮টি ছোটখাটো বন্দরে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ বা উন্নয়ন করা হয়েছে, যেগুলিকে বলা হয় সেকেন্ডারি রিভারাইন স্টেশন। বিআইডব্লিউটিএ-এর হিসেবে এর বাইরেও সারা দেশে আরো অন্তত ৩৭৪টি স্থানে নৌযান থেকে পণ্য ওঠানামা করা হয়, যেগুলিতে ওই সংস্থাটির কোনো রকম স্থাপনা নেই।
বাংলাদেশে বর্তমানে ৫০টি নদীবন্দর রয়েছে। । ১৯৬০ সালে ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও টঙ্গী এই ছয়টি নদীবন্দর প্রতিষ্ঠা করা হয়।সর্বশেষ নদী বন্দর হিসেবে সিলেটের "ভোলাগঞ্জ নদীবন্দর" স্থান করে নিয়েছে।
বাংলাদেশের নদীবন্দরের তালিকা নিম্নে দেওয়া হল:
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
গাজীপুর নদীবন্দর | গাজীপুর |
টঙ্গী নদীবন্দর | |
ঢাকা বন্দর | ঢাকা |
পানগাঁও বন্দর | |
সদরঘাট, ঢাকা | |
ঘোড়াশাল নদীবন্দর | নরসিংদী |
নরসিংদী নদীবন্দর | |
নারায়ণগঞ্জ বন্দর | নারায়ণগঞ্জ |
ফরিদপুর নদীবন্দর | ফরিদপুর |
আরিচা নদীবন্দর | মানিকগঞ্জ |
চরজানাজাত নদীবন্দর | মাদারীপুর |
মিরকাদিম নদীবন্দর | মুন্সীগঞ্জ |
শিমুলিয়া নদীবন্দর | |
গোয়ালন্দ ঘাট নদীবন্দর | রাজবাড়ী |
দৌলতদিয়া নদীবন্দর | |
গোসাইরহাট পট্টি নদীবন্দর | শরীয়তপুর |
মাওয়া নদীবন্দর |
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
কক্সবাজার নদীবন্দর | কক্সবাজার |
কস্তরাঘাট নদীবন্দর | |
টেকনাফ নদীবন্দর | |
আশুগঞ্জ বন্দর | ব্রাহ্মণবাড়িয়া |
কোম্পানীগঞ্জ - সোনাগাজী,ফেনী - নোয়াখালী | |
সদরঘাট, চট্টগ্রাম | চট্টগ্রাম |
চাঁদপুর বন্দর | চাঁদপুর |
লক্ষ্মীপুর নৌ-বন্দর | লক্ষ্মীপুর |
মজু চৌধুরীহাট নদীবন্দর | |
দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দর | |
মীরসরাই-রাসমনি নদীবন্দর | |
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
রূপপুর নদীবন্দর | পাবনা |
নাজিরগঞ্জ নদীবন্দর | |
বাঘাবাড়ী নদীবন্দর | সিরাজগঞ্জ |
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
খুলনা নদীবন্দর | খুলনা |
বসন্তপুর নদীবন্দর | সাতক্ষীরা |
নওয়াপাড়া নদীবন্দর | যশোর |
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
বালাগঞ্জ নদীবন্দর | সিলেট |
ছাতক নদীবন্দর | |
টেকেরহাট নদীবন্দর | সুনামগঞ্জ |
সুনামগঞ্জ নদীবন্দর |
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
পটুয়াখালী নদীবন্দর | পটুয়াখালী |
বরিশাল নদীবন্দর | বরিশাল |
বরগুনা নদীবন্দর | বরগুনা |
ভোলা নদীবন্দর | ভোলা |
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
চিলমারী নদীবন্দর | কুড়িগ্রাম |
রৌমারী-রাজীবপুর নদীবন্দর | |
নদীবন্দরের নাম | জেলা |
---|---|
নগরবাড়ী-কাজীরহাট-নরাদহ নদীবন্দর | |
মেঘনাঘাট নদীবন্দর |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.