Loading AI tools
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বহরমপুর সদর মহকুমা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি মহকুমা। এই মহকুমা বহরমপুর পুরসভা, বেলডাঙা পুরসভা এবং পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লক (বহরমপুর, বেলডাঙা-১, বেলডাঙা-২, হরিহরপাড়া ও নওদা) নিয়ে গঠিত। উক্ত পাঁচটি ব্লকের অধীনে মোট ৬১টি গ্রাম পঞ্চায়েত ও তিনটি সেন্সাস টাউন রয়েছে। মহকুমার সদর বহরমপুর।
বহরমপুর সদর মহকুমা বহরমপুর সদর মহকুমা | |
---|---|
স্থানাঙ্ক: ২৪.১০° উত্তর ৮৮.২৫° পূর্ব |
বহরমপুর ও বেলডাঙা পুরসভা ছাড়া এই মহকুমায় বহরমপুর, বেলডাঙা-১, বেলডাঙা-২, হরিহরপাড়া ও নওদা নামে পাঁচটি সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে।[১] মহকুমার তিনটি সেন্সাস টাউন হল কাশিমবাজার, গোয়ালজান ও গোরাবাজার।[২]
মুর্শিদাবাদ জেলায় রয়েছে মোট পাঁচটি মহকুমা:[৩]
মহকুমা | সদর | ক্ষেত্রফল কিমি২ | জনসংখ্যা (২০১১) | গ্রামীণ জনসংখ্যা % (২০১১) | শহুরে জনসংখ্যা % (২০১১) |
---|---|---|---|---|---|
বহরমপুর | বহরমপুর | ১,১৯৫.৫৭ | ১৭,২৫,৫২৫ | ৮০.১৫ | ১৯.৮৫ |
কান্দী | কান্দী | ১,২০০.৭৬ | ১১,৫৫,৬৪৫ | ৯৩.২১ | ৬.৭৯ |
জঙ্গীপুর | জঙ্গীপুর | ১,০৯৭.৮২ | ১৯,৭২,৩০৮ | ৫৬.৪৩ | ৪৩.৫৭ |
লালবাগ | মুর্শিদাবাদ | ১,০১৯.১০ | ১২,৫৩,৮৮৬ | ৯২.৩৬ | ৭.৬৪ |
ডোমকল | ডোমকল | ৮৩৭.৮৮ | ৯,৯৬,৪৪৩ | ৯৭.৫৫ | ২.৪৫ |
মুর্শিদাবাদ জেলা | ৫,৩২৪.০০ | ৭১,০৩,৮০৭ | ৮০.২৮ | ১৯.৭২ | |
বহরমপুর ব্লকের গ্রামীণ এলাকা ১৭টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ভাকুরি-১, হরিদাসমাটি, নিয়াল্লিসপাড়া গোয়ালজান, রাঙামাটি চাঁদপাড়া, ভাকুরি-২, হাতিনগর, রাধারঘাট-২, ছাইঘাড়ি, মদনপুর, রাধারঘাট-১, সাতুই চৌরিগাছা, দৌলতাবাদ, মণীন্দ্রনগর, রাজধরপাড়া, গুরুদাসপুর, নওদাপানুর ও সাহাজাদপুর।[১] ব্লকের শহরাঞ্চল কাশিমবাজার, গোয়ালজান ও গোরাবাজার সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[২] ব্লকটি বহরমপুর টাউন ও দৌলতাবাদ থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর বহরমপুর।[৫]
বেলডাঙা-১ ব্লকের গ্রামীণ এলাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বেগুনবাড়ি, চৈতন্যপুর-২, মহুলা-১, সুজাপুর-কুমারপুর, ভাবতা-১, দেবকুণ্ডু, মহুলা-২, ভাবতা-২, কাপাসডাঙা, মির্জাপুর-১, চৈতন্যপুর-১, মাদ্দা ও মির্জাপুর-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি বেলডাঙা থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর বেলডাঙা।[৫]
বেলডাঙা-২ ব্লকের গ্রামীণ এলাকা ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আন্দুলবেড়িয়া-১, কাশীপুর, রামপাড়া-২, আন্দুলবেড়িয়া-২, রামনগর বাছড়া, শক্তিপুর, দাদপুর, সোমপাড়া-১, কামনগর, রামপাড়া-১ ও সোমপাড়া-২।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি রেজিনগর থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর শক্তিপুর।[৫]
হরিহরপাড়া ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বেহারিয়া, হরিহরপাড়া, মালোপাড়া, স্বরূপপুর, চোয়া, হুমাইপুর, রায়পুর, ধরমপুর, খিদিরপুর ও রুকুনপুর।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি হরিহরপাড়া থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর হরিহরপাড়া।[৫]
নওদা ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বালি-১, কেদারচাঁদপুর-১, নওদা, সারঙ্গপুর, বালি-২, কেদারচাঁদপুর-২, পাতিকাবাড়ি, চাঁদপুর, মধুপুর ও রাইপুর।[১] এই ব্লকে কোনো শহরাঞ্চল নেই।[২] ব্লকটি নওদা থানার অধীনস্থ।[৪] ব্লকের সদর আমতলা।[৫]
সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[৬]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.