বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরmap

বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর (সিংহলি: බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ; তামিল: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்) (আইএটিএ: CMB, আইসিএও: VCBI) শ্রীলঙ্কার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। এটি রাজধানী কলম্বোতে অবস্থিত। দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী সলোমন বন্দরনায়েকেের নামে এই বিমানবন্দরটি তৈরি করা হয়।[] এই বিমানবন্দরে মোট ৩টি টার্মিনাল রয়েছে।

দ্রুত তথ্য বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরබණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපළபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் Baṇḍāranāyaka Jāthyanthara GuwanthotupalaPaṇṭāranāyakka Carvatēca Vimāṉa Nilaiyam, সংক্ষিপ্ত বিবরণ ...
বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর

බණ්ඩාරනායක ජාත්‍යන්තර ගුවන්තොටුපළ
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்

Baṇḍāranāyaka Jāthyanthara Guwanthotupala
Paṇṭāranāyakka Carvatēca Vimāṉa Nilaiyam
Thumb
Thumb
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনপাবলিক, সামরিক
পরিচালক এএএসএল[]
পরিষেবাপ্রাপ্ত এলাকাকলম্বো
চালু১৯৬৭ (৫৮ বছর আগে) (1967)
সময় অঞ্চলশ্রীমাস (ইউটিসি+০৫:৩০)
স্থানাঙ্ক০৭°১০′৫২″ উত্তর ৭৯°৫৩′০১″ পূর্ব
ওয়েবসাইটhttps://airport.lk
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
ফুট মি
১০,৯৯০ ৩,৩৫০ Asphalt
শ্রীলঙ্কা সরকার
বন্ধ

ইতিহাস

শ্রীলঙ্কার একমাত্র বিমান বন্দর এটি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটিশ বিমান বাহিনীর ব্যবহারের জন্য ব্রিটিশরাই এটি সর্বপ্রথম তৈরি করে এবং ১৯৪৮ শ্রীলঙ্কার স্বাধীনতার সময়ে ব্রিটিশরা বিমান বন্দরটি পরিত্যক্ত ফেলে যায়, স্বাধীন শ্রীলঙ্কায় ১৯৫৪ সালে বিমান বন্দরটি চালু করার চিন্তা করা হয় এবং ১৯৬৭ সালে চালু হয়। শ্রীলঙ্কার বিদেশগামী যাত্রীরা আগে জাহাজের মাধ্যমে বিদেশে গমন করতেন। এই বিমানবন্দরটি কটুনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর নামে ১৯৬৭ সালে ভালো করে চালু হয়। ১৯৭০ সালে বিমান বন্দরটির নাম 'বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর' রাখা হলেও ১৯৭৭ সালে 'কটুনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর' রাখা হয়; ১৯৯৫ সালে পুনরায় এটির নাম রাখা হয় 'বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দর'।[]

রানওয়ে

বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমান বন্দরে একটি একক রানওয়ে (০৪/২২) রয়েছে, একটি পিচ পৃষ্ঠের সাথে। টেক অফ এবং অবতরণ দূরত্ব যথাক্রমে ৩,৪৪১ মিটার এবং ৩,৩৫০ মি.। তদুপরি, বন্দরের সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় ধাপের দ্বিতীয় রানওয়েটিও রয়েছে, এটিও দ্বিতীয় রানওয়েতে আরও একটি ট্যাক্সিওয়ের সাথে এ-৩৮০ সামঞ্জস্য করতে সক্ষম।[]

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.