Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বনু নাজ্জার (আরবি: بنو نجّار, "কাঠমিস্ত্রির ছেলে") বা বনু আল-নাগার সমগ্র আরব বিশ্বে বেশ কিছু সম্পর্কহীন আধুনিক যুগের স্বতন্ত্র উপজাতি। যা ধর্মীয় গঠনে পরিবর্তিত হয়।[১]
মদিনার সনদে একটি বনু নাজ্জার গোষ্ঠীর কথা উল্লেখ রয়েছে এবং মদীনার বনু নাজ্জার ছিলো ইসলামের নবী মুহাম্মদের পিতামহ আবদুল-মুত্তালিবের মাতৃকুল।[২] ইবনে হাজার আল-আসকালানি এবং আল-তাবারির মতো ইসলামী ঐতিহাসিকগণ তাদের মদিনার বৃহৎ বনু খাজরাজ গোত্রের একটি গোত্র হিসেবে তালিকাভুক্ত করেছেন। আল-আসকালানি বলেছেন যে তাদের পূর্বপুরুষ ছিলেন তাইমাল্লাহ ইবনে থালাবা ইবনে আমর ইবনে আল-খাজরাজ।[৩][৪] বনু নাজ্জারের অন্তত তিনটি উপ-গোষ্ঠী ছিল।[৫]
ইসলামের আগে মদিনার বনু নাজ্জাররা উল্লেখযোগ্যভাবে ঐতিহ্যবাহী আরব বহুশ্বরবাদের চর্চা করত, এবং সামুল, হুসা এবং আত-তামাম নামের মূর্তিগুলির মালিকানা ছিল যেগুলি বংশের ইসলাম গ্রহণের পর ধ্বংস হয়ে গিয়েছিল।[৫] মদিনার ইহুদিদের সাথে তাদের গোত্রীয় জোট থাকতে পারে।[৫][৬]
ইসলামের নবী মুহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করার সময়ে প্রথমে তাদের সাথে বসতি স্থাপন করেন। পরবর্তীতে এই গোত্রের বাগানে নবীর মসজিদ নির্মিত হয়।[৭] বনু নাজ্জারদের প্রশংসা করা হয়েছে ইসলামের নবী মুহাম্মাদ (সাঃ) এর সাথে সম্পর্কিত একটি হাদিসে।[৮]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.