বচ্চন পাণ্ডে
২০২২–এ মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বচ্চন পাণ্ডে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার অ্যাকশন কমেডি চলচ্চিত্র, যা ফরহাদ সামজি ও নিশ্চয় কুট্টান্ডা পরিচালিত, ফরহাদ সামজি রচিত এবং সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, কৃতি স্যানন এবং জ্যাকলিন ফার্নান্দেজ। চলচ্চিত্রটি কুট্টান্ডা এবং সামজির একটি মূল স্ক্রিপ্ট[১] অনুসরণ করে, যদিও কিছু লোক এই দাবিকে মিথ্যা বলে অস্বীকার করেছে এবং বলেছে যে এটি জিগারথান্ডার পুননির্মাণ।[২][৩] চলচ্চিত্রটি ২০২২ সালের ১৮ মার্চ মুক্তি পেয়েছে।[৪][৫]
বচ্চন পাণ্ডে | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | ফরহাদ সামজি |
প্রযোজক | সাজিদ নাদিয়াদওয়ালা |
রচয়িতা | নিশ্চয় কুট্টান্ডা ফরহাদ সামজি |
শ্রেষ্ঠাংশে | অক্ষয় কুমার কৃতি স্যানন জ্যাকলিন ফার্নান্দেজ |
সুরকার | তনিষ্ক বাগচী বি প্রাক |
চিত্রগ্রাহক | গ্যাভেমিক ইউ. আরি |
প্রযোজনা কোম্পানি | নাদিয়াদওয়ালা গ্রান্ডসন এন্টারটেইনমেন্ট |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | প্রা. ₹১৮০ কোটি |
আয় | ₹৭৩.১৭ কোটি |
অভিনয়
- বচ্চন পাণ্ডের চরিত্রে অক্ষয় কুমার
- মাইরার চরিত্রে কৃতি স্যানন[৬]
- জ্যাকলিন ফার্নান্দেজ[৭]
- আরশাদ ওয়ার্সী[৮]
- পঙ্কজ ত্রিপাঠী[৯]
- প্রতীক বব্বর[১০]
- অভিমন্যু সিং[১১]
- স্নেহাল দাব্বি[১২]
- সহর্ষ কুমার শুক্লা[১০]
নির্মাণ
প্রধান চিত্রগ্রহণ ২০২১ সালের ৬ জানুয়ারি জয়সলমিরে শুরু করেছে।[১৩][১৪][১৫]
মুক্তি
বচ্চন পাণ্ডে এর আগে ২০২০ সালের ২৫ ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা ছিল,[১৬] কিন্তু তা পরিবর্তন করে ২২ জানুয়ারি ২০২১ করা হয়েছিল[১৭], আমির খান অক্ষয়কে মুক্তির তারিখ পরিবর্তন করতে বলেছিলেন।[১৮] কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারীর কারণে শুটিং বিলম্বিত[১৯] হলেও জানুয়ারি থেকে শুটিং শুরু হয়েছে।[২০]। চলচ্চিত্রটি ১৮ মার্চ, ২০২২–এ মুক্তি পেয়েছে।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.