Loading AI tools
ফিনিশীয় লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রান্স ইমিল সিলান্পা (উচ্চারণ [frɑns ˈeːmil ˈsilːɑmˌpæː] (; ১৬ সেপ্টেম্বর ১৮৮৮ )– ৩ জুন ১৯৬৪) হলেন একজন ফিনিস লেখক। ১৯৩৯ সালে তিনি প্রথম ফিনিস লেখক হিসাবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন " তার দেশের নাগরিক জীবনের এবং এর সাথে প্রকৃতির নিবিড় সম্পর্ক লেখনীর মাধ্যমে ফুটিয়ে তোলায়।"[1]
ফ্রান্স ইমিল সিলান্পা | |
---|---|
জন্ম | হ্যামেন্কৈরো, ফিনল্যান্ড | ১৬ সেপ্টেম্বর ১৮৮৮
মৃত্যু | ৩ জুন ১৯৬৪ ৭৫) হেলসিঙ্কি, ফিনল্যান্ড | (বয়স
পেশা | লেখক |
উল্লেখযোগ্য রচনাবলি | The Maid Silja |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৩৯) |
ফ্রান্স ইমিল সিলান্পা ১৮৮৮ সালের ১৬ সেপ্টেম্বর হ্যামেনকিরোতে একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। যদিও তার বাবা-মা দরিদ্র ছিলেন, কিন্তু তারা তাকে ট্যাম্পেরের স্কুলে পাঠিয়েছিলেন। স্কুলে সিলানপা একজন ভালো ছাত্র ছিলেন এবং তার হিতৈষী হেনরিক লিলজেরুসের সাহায্যে তিনি চিকিৎসাবিদ্যা অধ্যয়নের জন্য ১৯০৮ সালে হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ে ভর্ত হন।[2][3] বিশ্ববিদ্যালয়ে তাঁর পরিচিতদের মধ্যে ছিলেন চিত্রশিল্পী ইরো জার্নফেল্ট এবং পেক্কা হ্যালোনেন, সুরকার জিন সিবেলিয়াস এবং লেখক জুহানি আহো।[2]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.