Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফ্রান্সিস ফোর্ড কোপলা (ইংরেজি: Francis Ford Coppola, /ˈkoʊpələ/ জন্ম: ৭ই এপ্রিল, ১৯৩৯)[1] হলেন একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার। তিনি ৫ বার একাডেমি পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি কোপলা মদ্যব্যবসায়ী, পত্রিকার প্রকাশক এবং হোটেল-মালিকও ছিলেন। তিনি হফস্ট্রা বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর ইউসিএলএ ফিল্ম স্কুল থেকে চলচ্চিত্র পরিচালনায় এমএফএ ডিগ্রি অর্জন করেন। সবচেয়ে বেশি জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছেন যে ছবিগুলো পরিচালনা করে সেগুলো হচ্ছে: গডফাদার ত্রয়ী, দ্য কনভার্সেশন এবং ভিয়েতনাম যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত অ্যাপোক্যালিপ্স নাও।
ফ্রান্সিস ফোর্ড কোপলা | |
---|---|
Francis Ford Coppola | |
জন্ম | ডেট্রয়েট, মিশিগান, মার্কিন যুক্তরাষ্ট্র | ৭ এপ্রিল ১৯৩৯
মাতৃশিক্ষায়তন | হফস্ট্রা বিশ্ববিদ্যালয় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় |
পেশা | চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার |
কর্মজীবন | ১৯৬২–বর্তমান |
রাজনৈতিক দল | ডেমোক্রেটিক |
দাম্পত্য সঙ্গী | এলিনর কোপলা (বি. ১৯৬৩) |
সন্তান | জিয়ান-কার্লো কোপলা রোমান কোপলা সোফিয়া কোপলা |
পিতা-মাতা | কারমিন কোপলা ইতালিয়া পেন্নিনো |
আত্মীয় | কোপলা পরিবার |
পুরস্কার | পূর্ণ তালিকা |
কোপলার ১৯৮০ ও ১৯৯০ এর দশকের চলচ্চিত্রগুলো সমাদৃত হলেও ১৯৭০ এর দশকের চলচ্চিত্রগুলোর মত বাণিজ্যিক সফলতা লাভ করতে পারে নি।[2][3][4] ১৯৮০ এর দশকের পর থেকে মুক্তিপ্রাপ্ত তার চলচ্চিত্রগুলো হল নাট্যধর্মী দি আউটসাইডার্স ও রাম্বল ফিশ (১৯৮৩), অপরাধ-নাট্যধর্মী দ্য কটন ক্লাব (১৯৮৪) ও দ্য গডফাদার পার্ট ৩ (১৯৯০) এবং ভীতিপ্রদ চলচ্চিত্র ব্রাম স্টোকার্স ড্রাকুলা (১৯৯২)।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.