ব্রিটিশ অভিনেত্রী উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফেলিসিট রোজ হ্যাডলি জোন্স (জন্ম ১৭ অক্টোবর ১৯৮৩) হলেন একজন ইংরেজ অভিনেত্রী। তিনি শিশু বয়সেই পেশাদার অভিনয় জীবন শুরু করেন। মাত্র ১২ বছর বয়সে তিনি দ্য ট্রেজার সিকার্স (১৯৯৬) চলচ্চিত্রে কাজ করেন। জোন্স টেলিভিশন ধারাবাহিক দ্য ওর্স্ট উইচ-এর এক মৌসুমে এবং এর অনুবর্তী পর্ব উইয়ার্ডসিস্টার কলেজ-এ ইথেল হ্যালো চরিত্রে অভিনয় করেন। বেতারে তিনি বিবিসির দি আর্চার্স-এ এমা গ্রান্ডি চরিত্রে কণ্ঠ দেন।
২০১৪ সালে তিনি পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিং-এর জীবনীনির্ভর দ্য থিওরি অভ এভরিথিং চলচ্চিত্রে হকিং-এর স্ত্রী জেন হকিং চরিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, বাফটা পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। ২০১৬ সালে তিনি রোমাঞ্চকর-রোমহর্ষক ইনফার্নো, কল্পনাধর্মী নাট্য আ মনস্টার কলস এবং রোগ ওয়ান: আ স্টার ওয়ার্স স্টোরি চলচ্চিত্রে জিন ইর্সো চরিত্রে অভিনয় করেন। একই বছর তিনি বর্ষসেরা ব্রিটিশ শিল্পী হিসেবে বাফটা ব্রিটানিয়া পুরস্কার অর্জন করেন।[১]
ফেলিসিটি রোজ হ্যাডলি জোন্স ১৯৮৩ সালের ১৭ই এপ্রিল বার্মিংহামে জন্মগ্রহণ করেন।[২] তার মাতা বিজ্ঞাপনে কাজ করতেন এবং তার পিতা একজন সাংবাদিক ছিলেন।[৩] তার এক বড় ভাই রয়েছে।[৩][৪] জোন্স দক্ষিণ বার্মিংহামের বোর্নভিল গ্রামে বেড়ে ওঠেন।[৩][৪] তার চাচা মাইকেল হ্যাডলি একজন অভিনেতা, যিনি শৈশবে জোন্সের মধ্যে অভিনয়ের আগ্রহ জাগিয়ে তোলেন।[৫] জোন্সের প্র-প্র-পিতামহীদের একজন ইতালির লুক্কার অধিবাসী ছিলেন।[৬]
জোন্স কিংস নর্টন বালিকা বিদ্যালয়ে পড়াশোনা সমাপ্তির পর এ-লেভেল সম্পন্ন করার জন্য ষষ্ঠ কিং এডওয়ার্ড হ্যান্ডসওয়ার্থ বিদ্যালয়ে ভর্তি হন। সে সময়ে বিবিসির ধারাবাহিক সারভেন্টস-এ কাজ করার জন্য তিনি এক বছরের বিরতি নেন। তিনি এরপর অক্সফোর্ডের ওয়েডহাম কলেজে ইংরেজি বিষয়ে অধ্যয়ন করেন।[৭] সেখানে তিনি শিক্ষার্থীদের মঞ্চনাটকে অভিনয় করেন, তন্মধ্যে উল্লেখযোগ্য কাজ ছিল অ্যাটিস-এ নাম ভূমিকায় অভিনয়।[৮] ২০০৫ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাট্য সংঘের গ্রীষ্মকালীন সফরে তিনি উইলিয়াম শেকসপিয়রের দ্য কমেডি অব এররস নাটকে হ্যারি লয়েডের সাথে অভিনয় করেন।[৯]
Seamless Wikipedia browsing. On steroids.