ফুটবল ক্লাব দিনামো জাগরেব
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
গ্রাজানস্কি নগোমেতনি ক্লুব দিনামো জাগরেব[৩][৪][৫] (সাধারণত জিএনকে দিনামো জাগরেব, ফুটবল ক্লাব দিনামো জাগরেব অথবা শুধুমাত্র দিনমো জাগরেব (উচ্চারিত [dǐnamo zâːɡreb]) নামে পরিচিত[৬][৭]) হচ্ছে ক্রোয়েশিয়ার জাগরেব ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি ১. এইচএসকে গ্রাজানস্কির পূর্বসূরি ক্লাব। ১৯১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ১. এইচএসকে গ্রাজানস্কি ১৯৪৪ সালে নিষিদ্ধ হয় এবং নতুন প্রতিষ্ঠিত দিনামো জাগরেব দ্বারা প্রতিস্থাপন হয়। এই ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ স্তাদিওন মাকসিমিরে খেলে। ক্লাবটি ক্রোয়েশীয় ফুটবলের সবচেয়ে সফল ক্লাব, ক্লাবটি ২০টি ক্রোয়েশীয় ফুটবল লীগের শিরোপা, ১৫টি ক্রোয়েশীয় ফুটবল কাপ এবং ৬টি ক্রোয়েশীয় ফুটবল সুপার কাপ জয়লাভ করেছে। এই ক্লাবটি তার পুরো সময় শীর্ষ স্তরের লীগে খেলেছে।
![]() | ||||
পূর্ণ নাম | গ্রাজানস্কি নগোমেতনি ক্লুব দিনামো জাগরেব (দিনামো জাগরেব সিটিজেন' ফুটবল ক্লাব) | |||
---|---|---|---|---|
ডাকনাম | মদ্রি (নীল) পুরগেরি (নাগরিক) | |||
সংক্ষিপ্ত নাম | দিনামো, ডিজেডজি | |||
প্রতিষ্ঠিত | ২৬ এপ্রিল ১৯১১ (১. এইচএসকে গ্রাজানস্কি হিসেবে)[১] ৯ জুন ১৯৪৫ (এফডি দিনামো হিসেবে) | |||
মাঠ | স্তাদিওন মাকসিমির | |||
ধারণক্ষমতা | ৩৫,১২৩[২] | |||
সভাপতি | মিরকো বারিশিচ | |||
ম্যানেজার | ইগর ইয়োভিচেভিচ | |||
লিগ | প্রভা এইচএনএল | |||
২০১৮–১৯ | ১ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
অর্জন
ঘরোয়া (৬০)
- ক্রোয়েশীয় ফুটবল লীগ পদ্ধতি
- ক্রোয়েশীয় ফুটবল লীগ
- চ্যাম্পিয়ন (২০) (রেকর্ড):, ১৯৯২–৯৩, ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ১৯৯৮–৯৯, ১৯৯৯–০০, ২০০২–০৩, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০০৯–১০, ২০১০–১১, ২০১১–১২, ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮, ২০১৮–১৯
- রানার-আপ (৪): ১৯৯৪–৯৫, ২০০০–০১, ২০০৩–০৪, ২০১৬–১৭
- ক্রোয়েশীয় কাপ
- চ্যাম্পিয়ন (১৫) (রেকর্ড): ১৯৯৩–৯৪, ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ২০০০–০১, ২০০১–০২, ২০০৩–০৪, ২০০৬–০৭, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০১০–১১, ২০১১–১২, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮
- রানার-আপ (৭): ১৯৯২, ১৯৯২–৯৩, ১৯৯৪–৯৫, ১৯৯৯–০০, ২০১৩–১৪, ২০১৬–১৭, ২০১৮–১৯
- ক্রোয়েশীয় সুপার কাপ
- চ্যাম্পিয়ন (৬) (রেকর্ড): ২০০২, ২০০৩, ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৯
- রানার-আপ (৪): ১৯৯৩, ১৯৯৪, ২০০৪, ২০১৪
- ক্রোয়েশিয়া লীগের স্বাধীন রাষ্ট্র
- চ্যাম্পিয়ন (১): ১৯৪৩
- বানাতে অফ ক্রোয়েশিয়া লীগ
- চ্যাম্পিয়ন (১): ১৯৩৯–৪০
- যুগোস্লাভিয়া ফুটবল লীগ পদ্ধতি
- যুগোস্লাভ প্রথম লীগ
- চ্যাম্পিয়ন (৯): ১৯২৩, ১৯২৬, ১৯২৮, ১৯৩৬–৩৭, ১৯৩৯–৪০, ১৯৪৭–৪৮, ১৯৫৩–৫৪, ১৯৫৭–৫৮, ১৯৮১–৮২
- রানার-আপ (১১): ১৯৪৬–৪৭, ১৯৫১, ১৯৫৯–৬০, ১৯৬২–৬৩, ১৯৬৫–৬৬, ১৯৬৬–৬৭, ১৯৬৮–৬৯, ১৯৭৬–৭৭, ১৯৭৮–৭৯, ১৯৮৯–৯০, ১৯৯০–৯১
- যুগোস্লাভ কাপ
- চ্যাম্পিয়ন (৮): ১৯৩৮, ১৯৫১, ১৯৫৯–৬০, ১৯৬২–৬৩, ১৯৬৪–৬৫, ১৯৬৮–৬৯, ১৯৭৯–৮০, ১৯৮২–৮৩
আন্তর্জাতিক / মহাদেশীয় (২)
- আন্তঃ-শহর মেলা কাপ
- চ্যাম্পিয়ন (১): ১৯৬৬–৬৭
- রানার-আপ (১): ১৯৬২–৬৩
- ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ
- সেমিফাইনাল (১): ১৯৬০–৬১
- বলকান কাপ
- চ্যাম্পিয়ন (১): ১৯৭৬–৭৭
ডাবল
- ক্রোয়েশীয় ফুটবল লীগ এবং ক্রোয়েশীয় কাপ
- চ্যাম্পিয়ন (১১) (রেকর্ড): ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ২০০৬–০৭, ২০০৭–০৮, ২০০৮–০৯, ২০১০–১১, ২০১১–১২, ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.