বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফারুক রশিদ চৌধুরী (জন্ম: ১০ সেপ্টেম্বর ১৯৩২) বাংলাদেশের একজন রাজনিতিবিদ। তিনি এরশাদের মন্ত্রিসভায় অর্থ প্রতিমন্ত্রী ও মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন। সুনামগঞ্জ-৩ আসনের তিনি সদস্য সদস্য ছিলেন।[১][২]
ফারুক রশিদ চৌধুরী | |
---|---|
অর্থ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ১৯ জুলাই ১৯৮৯ – ৪ আগস্ট ১৯৯০ | |
কাজের মেয়াদ ১০ নভেম্বর ১৯৯০ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ৪ আগস্ট ১৯৯০ – ১০ নভেম্বর ১৯৯০ | |
সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১৯৮৭ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | হুমায়ূন রশীদ চৌধুরী |
উত্তরসূরী | আব্দুস সামাদ আজাদ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিলেট, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) | ১০ সেপ্টেম্বর ১৯৩২
নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জাতীয় পার্টি (এরশাদ) |
পিতামাতা | আব্দুর রশীদ চৌধুরী (বাবা) বেগম সিরাজুন্নেসা চৌধুরী (মা) |
আত্মীয়স্বজন | হুমায়ূন রশীদ চৌধুরী (ভাই) |
পেশা | রাজনীতিবিদ |
ফারুক রশিদ চৌধুরী ১০ সেপ্টেম্বর ১৯৩২ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের সিলেট শহরের দরগাহ গেইটটের রশীদ মঞ্জিলে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস সুনামগঞ্জ জেলার দরগাপাশায়। তার বাবা আব্দুর রশীদ চৌধুরী ছিলেন অবিভক্ত ভারতের কেন্দ্রীয় বিধানসভার সদস্য এবং মা বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। তিনি হুমায়ূন রশীদ চৌধুরীর ছোট ভাই।
ফারুক রশিদ চৌধুরী এরশাদের মন্ত্রিসভায় অর্থ প্রতিমন্ত্রী ও মৎস্য ও পশুসম্পদ প্রতিমন্ত্রী ছিলেন।
তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে ১৯৮৭ সালের উপনির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির হয়ে প্রথম সদস্য সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২]
পরবর্তীতে জাতীয় পার্টিতে যোগ দেন। ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হয়ে সংসদ দ্বিতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।[১]
১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন।[৩]
Seamless Wikipedia browsing. On steroids.