Remove ads
আন্তর্জাতিক বিমানবন্দর, পাঞ্জাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ফয়সালাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর (আইএটিএ: LYP, আইসিএও: OPFA) হচ্ছে পাকিস্তানের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। পাকিস্তানি সামরিক বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বিমানবন্দরটি ঝং রোডে অবস্থিত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ শহরের কেন্দ্র থেকে ১০ কিলোমিটার (৬.২ মা) দক্ষিণ পশ্চিমের এলাকাজুড়ে বিমানবন্দরটি অবস্থান করছে।
ফয়সালাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর Faisalabad International Airport فیصل آباد بین الاقوامی ہوائی اڈا Faiṣal Ābād Bain al-Aqvāmī Havā'ī Aḍā | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | পাবলিক | ||||||||||
পরিচালক | পাকিস্তান বিমান পরিবহন কর্তৃপক্ষ | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | ফয়সালাবাদ তানদিলিয়ানওয়ালা জারায়ানওয়ালা ঞং চিনিওত গজরা সামুন্দরি ওকারা হাফিজাবাদ সাহিওয়াল টোবা টেক সিং পির মহল | ||||||||||
অবস্থান | পাঞ্জাব, পাকিস্তান | ||||||||||
এএমএসএল উচ্চতা | ৬০৭ ফুট / ১৮৫ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ৩১°২১′৫৪″ উত্তর ০৭২°৫৯′৪১″ পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | ফয়সালাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর | ||||||||||
মানচিত্র | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (২০১৫) | |||||||||||
পাকিস্তান সরকার | |||||||||||
| |||||||||||
এটি ফয়সালাবাদ এবং অন্যান্য স্থানীয় শহরগুলি, যেমন: তান্ডলিয়ানওয়ালা, কমালিয়া, জারানওয়ালা, ঝং, চিনিওট, গোজরা, দিজকোট, সামুন্দ্রি, খুররিনওয়ালা, সাংলা হিল, টোবা টেক সিং, চেনাব নগর, সারগোধা, ভাওয়ান, পিরি মহাল, চাক ঝুমরা, খাইচিয়ান, জাহাঙ্গীর ক্লান এবং লালিয়ান অঞ্চলের লোকদের সেবা প্রদান করে থাকে।বিদেশে বসবাসকারী ফয়সালাবাদবাসীদের জন্য একটি বড় ডায়াস্পোরা মাধ্যমে পাকিস্তান বিমান সংস্থান কর্তৃপক্ষ আরো একটি বিমান সংস্থার সাথে একটি নতুন খোলা নীতিমালা স্বাক্ষর করে যাতে ভবিষ্যতে আরো বেশি বিমান সংস্থাগুলি শহরের বাইরে কাজ করতে পারে।[৫]
বিমানবন্দরটির দুইটি ফ্লাইটিং স্কুলে রয়েছে যেখানে নতুন ক্যাডেটদের এবং এভিয়েশনের উৎসাহীদের নিয়মিতভাবে প্রশিক্ষণের জন্য বিমানঘাঁটি ব্যবহার করে থাকে।[৬] আন্তর্জাতিক বিমানবন্দরগুলির আধিক্য বিমানবন্দরে কাজ করার কারণে, ফয়সালাবাদ চেম্বার অব কমার্স এবং শ্রম শিল্প উদ্যোক্তারা জানায় যে, নতুন আন্তর্জাতিক বিমানবন্দরটি মোটরওয়েটির কাছাকাছি নির্মাণ করা হবে।[৭] সংযুক্ত আরব আমিরাতের সাথে একটি নতুন খোলা নীতি চুক্তির মাধ্যমে এমনটি আশা করা হচ্ছে যে, ভবিষ্যতে বিমানবন্দরটি আরো অনেক বেশি বিমানচালনা তদারকি করতে সক্ষম হবে।[৮]
বিমানবন্দরটি ব্রিটিশ ভারতের পথানুসরণ করে নির্মাণ করা হয়। নগর সরকার সিদ্ধান্ত নেয় যে, ফয়সালাবাদ দক্ষিণ এশিয়া এবং ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে একটি কৌশলগত অবস্থানে মধ্যে রয়েছে। আঞ্চলিক বিমানটি স্ট্রিপ ব্যবহার করে স্বাধীনতার সংগ্রামের সময় এটি যুদ্ধ এবং নির্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[৯]
অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সকল প্রয়োজনীয় এলওয়াইপি ব্যবহার করা হয়। ২০১৫ সালের অক্টোবর তারিখ অনুযায়ী নিচের তথ্যগুলি সঠিক:[১০]
শহরটির কেন্দ্র থেকে ১০ কিলোমিটার দূরে ঝাং রোডের ঠিক পাশেই অবস্থিত বিমানবন্দর পথসভা রাস্তাটির মাধ্যমে বিমানবন্দরে প্রবেশযোগ্য। টার্মিনালের সামনে এবং ২০০+ গাড়িগুলির পার্কের সামনে চলাচল বন্ধ করে দেওয়া হয়। ২০১৫ সালের ১লা এপ্রিল তারিখে কার পার্ক আন্তর্জাতিক মান বজায় রাখার স্বার্থে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য একটি দরপত্র জারি করা করে।
এছাড়াও গাড়ি ভাড়া সেবা পাওয়ার জন্য হের্টেজ গাড়ি ভাড়ার ওয়েবসাইটে অনলাইন বা নিয়োজিত একজন সদস্যের সাথে যোগাযোগ করে ভাড়া নেওয়া যায়।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.