প্রভিডেন্স স্টেডিয়াম
ক্রিকেট মাঠ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রভিডেন্স স্টেডিয়াম (ইংরেজি: Providence Stadium) গায়ানার একটি ক্রীড়া স্টেডিয়াম। স্টেডিয়ামটি বোর্দা’র পরিবর্তে দেশটির জাতীয় স্টেডিয়ামের মর্যাদা পেয়েছে। ২০০৭ সালের মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইট পর্বের খেলা আয়োজনের উদ্দেশ্যে এ স্টেডিয়াম নির্মিত হয়েছে। ২৮ মার্চ থেকে ৯ এপ্রিল, ২০০৭ তারিখের মধ্যে এখানে ৬টি খেলা অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য ঘটনা হিসেবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত খেলায় ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে হ্যাট্রিকসহ একাধারে চার উইকেট লাভ করেছিলেন।[১][২][৩] ক্রিকেট খেলা আয়োজনের উদ্দেশ্যে নির্মিত হলেও এখানে বহু-ক্রীড়া আয়োজনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | জর্জটাউন, গায়ানা |
দেশ | ওয়েস্ট ইন্ডিজ |
ধারণক্ষমতা | ১৫,০০০ |
প্রান্তসমূহ | |
মিডিয়া সেন্টার এন্ড প্যাভিলিয়ন এন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টেস্ট | ২২ মার্চ ২০০৮: ওয়েস্ট ইন্ডিজ বনাম শ্রীলঙ্কা |
সর্বশেষ পুরুষ টেস্ট | ১২ মে ২০১১: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান |
প্রথম পুরুষ ওডিআই | ২৮ মার্চ ২০০৭: দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা |
সর্বশেষ পুরুষ ওডিআই | ৫ মে ২০১১: ওয়েস্ট ইন্ডিজ বনাম পাকিস্তান |
প্রথম পুরুষ টি২০আই | ৩০ এপ্রিল ২০১০: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা |
সর্বশেষ পুরুষ টি২০আই | ৪ মে ২০১০: ইংল্যান্ড বনাম আয়ারল্যান্ড |
১২ জুলাই ২০১৩ অনুযায়ী উৎস: cricinfo |
বিবরণ
ভারত সরকারের অর্থায়নে গায়ানা সরকার স্টেডিয়ামটি নির্মাণ কার্য পরিচালনা করে। সিআরএন আর্কিটেক্টস এন্ড ইঞ্জিনিয়ার্সের নকশাকার সি.আর. নারায়ণ রাও এবং শাপুরজি পালোনজি গ্রুপ এর পরিকাঠামো তৈরীর দায়িত্ব নেয়।[৪] ২০০৫ সালের বন্যার ফলে পরিকাঠামো তৈরীতে দেরি হয়। মে, ২০০৫ সালে এর নির্মাণ কার্য শুরু হয়। প্রাক্কলিত ব্যয় ধার্য্য করা হয় $২৫ মিলিয়ন মার্কিন ডলারে।
স্টেডিয়ামে পনের হাজার দর্শক ধারণের ক্ষমতা রয়েছে। এরফলে এটি গায়ানায় সর্ববৃহৎ স্টেডিয়ামের মর্যাদা পেয়েছে। বর্তমানে এটি বোর্দা’র পরিবর্তে টেস্ট ক্রিকেট আয়োজন করে থাকে। স্টেডিয়াম কমপ্লেক্সে বিপণী বিতান এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। স্টেডিয়ামের কাছেই রয়েছে প্রিন্সেস ইন্টারন্যাশনাল হোটেল।
টি২০ আন্তর্জাতিক
২০১০ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০
২০১০ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ তে গ্রুপের নিউজিলণ্ড বনাম শ্রীলংকা ম্যাচ দিয়ে এই মাঠে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটের সূচনা হয়। টুর্নামেন্টের গ্রুপ বি ও ডি এর খেলাগুলো এই মাঠে অনুষ্ঠিত হয়। বৃষ্টি প্রবণ অঞ্চলে অবস্থান হওয়ায় এই মাঠের ১ টি ম্যাচ সম্পূর্ণ পরিত্যক্ত ও আরও ৩টি ম্যাচ ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি তে নির্ধারিত হয়।
২০২১ পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
২০২১ পাকিস্তান ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনটি ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। বৃষ্টি প্রবণ অঞ্চলে অবস্থান হওয়ায় এই মাঠের ২ টি ম্যাচ সম্পূর্ণ পরিত্যক্ত হয়।
তথ্যসূত্র
আরও দেখুন
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.