Remove ads

আদ্যপ্রাণী বা প্রোটিস্টা (গ্রিক প্রোটিস্টন/প্রোটিস্টা - সবথেকে প্রথম) হল বিভিন্ন ধরনের সরল, ইউক্যারিওট, এককোষী, আণুবীক্ষণিক জীবের শ্রেণী যাদেরকে ছত্রাক, প্রাণী বা উদ্ভিদ কোন বিভাগেই ফেলা যায় না।

দ্রুত তথ্য বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস, আদর্শ পর্বসমূহ ...
প্রোটিস্টা
সময়গত পরিসীমা: নিওপ্রোটেরোজোয়িক-বর্তমান
কা
পা
ক্রি
প্যা
Thumb
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
ক্ষেত্র: সুকেন্দ্রিক
জগৎ: প্রোটিস্টা*
হ্যাকেল, ১৮৬৬
আদর্শ পর্বসমূহ
  • ক্রোম্যালভিওলাটা
    • হেটারোকন্টোফাইটা
    • হ্যাপ্টোফাইটা
    • ক্রিপ্টোমোনাড
    • অ্যালভিওলাটা
      • ডাইনোফ্ল্যাজেলাটা
      • এপিকমপ্লেক্সা
      • সিলিওফোরা (সিলিয়েট)
  • এক্সক্যাভাটা
    • ইউগ্লিনোজোয়া
    • পার্কোলোজোয়া
    • মেটামোনাডা
  • রিজারিয়া
    • রেডিওলারিয়া
    • ফোরামিনিফেরা
    • সার্কোজোয়া
  • আর্কিওপ্লাস্টিডা (আংশিকভাবে)
    • রোডোফাইটা (লাল শৈবাল)
    • গ্লকোফাইটা (বুনিয়াদী আর্কিওপ্লাস্টিড)
  • ইউনিকন্টা (আংশিক)

আরও অনেক;
শ্রেণিবিন্যাস সুনির্দিষ্ট নয়
বন্ধ


বৈশিষ্ট্য

  • এককোষী, আণুবীক্ষণিক প্রাণী।
  • দ্বিবিভাজন বা বহুবিভাজন পদ্ধতিতে শুধু অযৌন জনন সম্পন্ন করে।
  • সাধারণত এককোষী দেহে একটিমাত্র নিউক্লিয়াস থাকে। ব্যতিক্রম: প্যারামিসিয়ামের দুটি নিউক্লিয়াস এবং ওপালিনাতে বহু নিউক্লিয়াস থাকে।
  • বিশেষ গমনাঙ্গের সাহায্যে গমন করে। যেমন-- অ্যামিবার ক্ষণপদ, প্যারামিসিয়ামের সিলিয়া এবং ইউগ্লিনার ফ্ল‍্যাজেলা আছে।
  • শুধু অন্তঃকোষীয় পরিপাক পদ্ধতি দেখা যায়।
  • সমগ্র দেহাবর্ণী দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাসীয় আদান প্রদানের সাহায্যে শ্বসন প্রক্রিয়া চলে।
  • দেহে বিভিন্ন প্রকার গহ্বর বা ভ্যাকুওল (vacuole) দেখা যায়। যেমন—১। খাদ্যগহ্বর, ২। রেচনগহ্বর, ৩। জলগহ্বর, ৪। সংকোচনশীল গহ্বর ইত্যাদি।
  • সংকোচনশীল গহ্বরের সাহায্যে দেহের অতিরিক্ত জল দেহের বাইরে মুক্ত করে, অর্থাৎ দেহে জলের ভারসাম্য বজায় রাখে।
  • প্রোটোপ্লাজমের বিভিন্ন অংশ বিভিন্ন কোষ অঙ্গাণু সৃষ্টি করে।
  • দেহ গোলাকার, ডিম্বাকার অথবা কোনো কোনো ক্ষেত্রে অনিয়তাকার।
  • বিভিন্ন প্রকারের পরজীবী প্রাণী।

[[বিষয়শ্রেণী:প্রোটি স্টা]]

Remove ads

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.

Remove ads