শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
প্রাণিজ যৌনাচার
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
Remove ads
প্রানিজ যৌনাচার বিভিন্ন প্রাণীতে বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। প্রানীদের মধ্যে এমনি যৌনতা বা বাচ্চা জন্মদানের উদ্দেশ্যে সংঘটিত যৌনতা দুটোই দেখা যায়। প্রানীদের মধ্যে বহুগামিতা, একগামিতা, সমকামিতা এবং নিস্কামিতাও দেখা গেছে। কোনো কোনো প্রাণী যৌনতার ক্ষেত্রে প্রথাও মেনে চলে, এসকল প্রথার মধ্যে রক্ষণশীল এবং উদারবাদী প্রথাও আছে। প্রাণীরাও যৌনতার জন্য মারামারি করে এবং তাদেরও যৌনতা সবসময় নতুন জাতি তৈরি করতে হয়না।[১][২]
![]() | এই নিবন্ধটিতে একজন বিশেষজ্ঞের মনোযোগ প্রয়োজন। প্রদত্ত সমস্যা হল: এই নিবন্ধে প্রাণীদের যৌনতা সম্বন্ধে বর্ণিত হয়েছে যা জীববিজ্ঞানের বিষয়, জীববিজ্ঞান বিষয়ে পারদর্শী কোনো ব্যক্তিকে এই নিবন্ধে লেখতে হবে।। (November 2017) |


আগে ভাবা হত যে শুধু মানুষেরাই হস্তমৈথুন বা স্বমেহন করে কিন্তু পরে গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বিভিন্ন প্রাণীদের মধ্যেও অনুরূপ প্রবণতা দেখা যায়।[৩]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads