প্রভু দেবা

ভারতীয় অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

প্রভু দেবা

প্রভু দেবা (জন্ম ৩ এপ্রিল, ১৯৭৩) একজন ভারতীয় নৃত্যশিল্পী, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পী, নৃত্য পরিচালক।[] যিনি তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কন্নড় চলচ্চিত্রে কাজ করেছেন। পঁচিশ বছরের কর্মজীবনে তিনি নৃত্যশিল্পের ব্যাপক পরিসর ঘটিয়েছেন । সেরা নৃত্য পরিচালকের জন্য দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ।[]

দ্রুত তথ্য প্রভু দেবা, জন্ম ...
প্রভু দেবা
Thumb
জন্ম
প্রভু দেবা সুন্দরাম

(1973-04-03) ৩ এপ্রিল ১৯৭৩ (বয়স ৫১)
পেশাচলচ্চিত্র অভিনেতা, পরিচালক, নৃত্য পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৮৮–বর্তমান
সন্তান
পিতা-মাতা
মুগুর সুন্দর
মহাদেবামা সুন্দর
আত্মীয়রাজু সুন্দরম (ভাই)
নগেন্দ্র প্রসাদ(ভাই)
বন্ধ

প্রাথমিক জীবন এবং কাজের শুরু

১৯৯০ দশকের শুরুতে এবং ২০০০ সালে বেশ কয়েকটি বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে ভূমিকা পালন করে প্রভূ দেবা। তার মধ্যে কাধালান (১৯৯৪), মিন্সারা কানুউ (১৯৯৭) এবং ভিআইপি (১৯৯৭) । কমেডি কাথলা কাথলা (১৯৯৮ ) এবং পরিবার নাটক ভানথাই পোলা (২০০০) এ সমালোচকদের প্রশংসা পান।  ২০০৫ সালে তিনি সফলভাবে তেলুগু চলচ্চিত্র নুভভোস্ট্যানেন্ট নেনিদণ্ডনাথনের সাথে পরিচালক হিসেবে সাফল্যে পন। এরপর তিনি তেলুগু, হিন্দি এবং তামিল ভাষায় যেমন পোকারিরি (২০০৭), ওয়াংড্ড (২০০৯), রাউডি রাঠোর (২০১২) এবং সিং ব্লিং (২০১৫) তে অত্যন্ত লাভজনক চলচ্চিত্র তৈরি করেন।[]

Thumb
ওয়ান্টেড চলচ্চিত্রের প্রমোশনে প্রভু দেবা।

চলচ্চিত্র

পরিচালনাকৃত চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
বছর চলচ্চিত্র ভাষা আলোচনা
২০০৫ নুভোস্তান্তে নেনোদ্দন্তা তেলুগু
২০০৬ পোউরনামি তেলুগু
২০০৭ পোকিরি তামিল পোকিরি এর পুনঃনির্মাণ।
২০০৭ শংকর দাদা জিন্দাবাদ তেলুগু লাগে রাহো মুন্না ভাই এর পুনঃনির্মাণ।
২০০৯ বিল্লু তামিল সোল্ডিয়ার এর পুনঃনির্মাণ।
২০০৯ ওয়ান্টেড হিন্দি পোকিরি এর পুনঃনির্মাণ।
২০১১ এনেজিয়াম কাধাল তামিল লাভ ইন দি অফটারনুন এর অনুকরণ।
২০১১ ভেদি তামিল সরোযাম এর পুনঃনির্মাণ।
২০১২ রউডি রাথোর হিন্দি বিক্রমাকুরু এর পুনঃনির্মাণ।
২০১৩ রামিয়া ভাস্তভাইয়া হিন্দি নুভোস্তান্তে নেনোদ্দন্তা এর পুনঃনির্মাণ।
২০১৩ আর...রাজকুমার হিন্দি
২০১৪ অ্যাকশন জ্যাকশন হিন্দি
২০১৫ সিং ইজ ব্লিং হিন্দি মাই উয়াইফ ইজ এ গ্যাংস্টার ৩ এর পুনঃনির্মাণ।
২০১৭ কারুপ্পু রাজা বেল্লাই রাজা তামিল
২০১৯ দাবাং ৩ হিন্দি দাবাং চলচ্চিত্রের তৃতীয় ধারাবাহিক
২০২০ "স্ট্রিট ড্যান্সার ৩ডি" ছুরি হিন্দি পরিচালক
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.