Loading AI tools
বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনাম্নী অভিনেত্রী ও সুগায়িকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রভা দেবী (১২ আগস্ট ১৯০৩ – ৮ নভেম্বর ১৯৫২)[1] ছিলেন বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনাম্নী অভিনেত্রী ও সুগায়িকা।[2]
প্রভা দেবী | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ৮ নভেম্বর ১৯৫২ ৪৯) | (বয়স
পেশা | অভিনেত্রী ও গায়িকা |
দাম্পত্য সঙ্গী | তারাকুমার ভাদুড়ী |
সন্তান | চপল ভাদুড়ীসহ তিন পুত্র কেতকী দত্ত সহ দুই কন্যা |
পিতা-মাতা | বিন্ধ্যবাসিনী (মাতা) |
প্রভা দেবী ১৯০৩ খ্রিস্টাব্দের ১২ আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেন। মাতা বিন্ধ্যবাসিনী থাকতেন নিষিদ্ধপল্লীর প্রতিভাময়ী অভিনেত্রী তিনকড়ির কাছে। তার হাত ধরেই আট বৎসর বয়সে পেশাদারি নাটকের দলে যোগ দেন এবং পরবর্তীতে বাংলার রঙ্গমঞ্চ ও ছায়াছবির জগতে নিজের চেষ্টা ও পরিশ্রমে একটি নির্দিষ্ট জায়গা করে নেন। ছোট থেকেই অবশ্য তাকে নৃত্য শেখাতেন ললিত গোস্বামী। আট আনা পারিশ্রমিকে থিয়েটারে সখির দলে যোগ দেন। পরে পাঁচ টাকা জলপানিতে জয়দেব নাটকে এক বালকের চরিত্রে কাজ করেন। তেরো-চোদ্দো বছর বয়সে ম্যাডান থিয়েটার কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে তাদের থিয়েটারে নাচে ও গানে অংশ নিতেন। ষোল বৎসর বয়সে তিনি প্রথম রত্নেশ্বরের মন্দির নাটকে নির্মলেন্দু লাহিড়ীর বিপরীতে নায়িকা হিসাবে অভিনয় করেন। শিশিরকুমার ভাদুড়ী অধ্যাপনা ছেড়ে ১৯২০ খ্রিস্টাব্দে ম্যাডান থিয়েটারে চুক্তিবদ্ধ হয়ে আলমগীর নাটক মঞ্চস্থ করেন। সেই নাটকে প্রভা রূপকুমারী-র ভূমিকায় অভিনয় করে প্রথম রজনীতেই সাড়া ফেলে দেন। তারপর তিনি শিশিরকুমারের সংস্পর্শে থেকেই নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার নাট্যদলের সঙ্গে ১৯৩০ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে যান। কলকাতায় অবশ্য শিশিরকুমার দল ছাড়াও আরো বিভিন্ন থিয়েটারে কাজ করেছেন। ১৯৫২ খ্রিস্টাব্দের ৬ জানুয়ারি তিনি রঙমহলে সেই তিমিরে নাটকে অভিনয় করেন। থিয়েটার ছাড়াও তিনি ম্যাডান থিয়েটার কোম্পানি নিবেদিত তিনটি নির্বাক ছবি এবং দুটি সবাক চিত্রে কাজ করেন। প্রভা দেবী একজন গীতিকারও ছিলেন। তার গানের সংকলন গীতায়ন গুরুদাস চট্টোপাধ্যায় অ্যান্ড কোম্পানি হতে প্রকাশিত হয়েছিল।
এছাড়াও প্রভা দেবী ১৯২৭ খ্রিস্টাব্দে ২৬ আগস্ট সূচনার দিন থেকেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, পরবর্তীতে আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন। তার কণ্ঠে গীত গান হিজ মাস্টার্স ভয়েস রেকর্ড করেছিল।
প্রভা দেবী স্বল্প রোগ ভোগের পর ১৯৫২ খ্রিস্টাব্দের ৮ নভেম্বর কলকাতায় প্রয়াত হন। তার চপল ভাদুড়ীসহ তিন পুত্র ও বিখ্যাত অভিনেত্রী কেতকী দত্ত সহ দুই কন্যা ছিল। [1]
বছর | ছায়াছবি | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯২৩ | মাতৃস্নেহ | জ্যোতিষ ব্যানার্জি | নির্বাক চিত্র | |
১৯২৪ | পাপের পরিণাম | জ্যোতিষ ব্যানার্জি | নির্বাক চিত্র | |
১৯২৮ | বিষবৃক্ষ | নির্বাক চিত্র | ||
১৯৩৩ | সীতা | তুঙ্গভদ্রা | শিশিরকুমার ভাদুড়ী | |
১৯৫২ | পল্লীসমাজ | রমা | নীরেন লাহিড়ী | সবাক চিত্র |
১৯৫২ | নাগরিক | ঋত্বিক ঘটক | সবাক চিত্র |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.