Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে। এই নির্বাচনে এগারোটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[1] এ নির্বাচনে মোট ভোটারের ৫৪.৯% ভোট দান করে।
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় সংসদের ৩০০টি আসনের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য প্রয়োজন ১৫১টি আসন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
নিবন্ধিত ভোটার | ৩,৫২,০৫,৬৪২ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
দল | ভোট | % | আসন | +/– | |
---|---|---|---|---|---|
বাংলাদেশ আওয়ামী লীগ | ১,৩৭,৯৮,৭১৭ | ৭৩.২০ | ২৯৩ | +৫ | |
ন্যাশনাল আওয়ামী পার্টি (মুজাফফর) | ১৫,৬৯,২৯৯ | ৮.৩২ | ০ | নতুন | |
জাতীয় সমাজতান্ত্রিক দল | ১২,২৯,১১০ | ৬.৫২ | ১ | নতুন | |
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) | ১০,০২,৭৭১ | ৫.৩২ | ০ | নতুন | |
বাংলাদেশ জাতীয় লীগ | ৬২,৩৫৪ | ০.৩৩ | ১ | +১ | |
বাংলার কমিউনিস্ট পার্টি | ০ | নতুন | |||
বাংলা ছাত্র ইউনিয়ন | ০ | নতুন | |||
বাংলাদেশ জাতীয় কংগ্রেস | ০ | নতুন | |||
বাংলা জাতীয় লীগ | ০ | নতুন | |||
বাংলাদেশ শ্রমিক ফেডারেশন | ০ | নতুন | |||
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি | ০ | নতুন | |||
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী) | ০ | নতুন | |||
জাতীয় গণতান্ত্রিক দল | ০ | নতুন | |||
শ্রমিক কৃষক সমাজবাদী দল | ০ | নতুন | |||
স্বতন্ত্র | ৯,৮৯,৮৮৪ | ৫.২৫ | ৫ | –২ | |
মোট | ৩০০ | ০ | |||
বৈধ ভোট | ১,৮৮,৫১,৮০৮ | ৯৭.৫৩ | |||
অবৈধ/ফাঁকা ভোট | ৪,৭৭,৮৭৫ | ২.৪৭ | |||
মোট ভোট | ১,৯৩,২৯,৬৮৩ | ১০০ | |||
নিবন্ধিত ভোটার/ভোটদান | ৩,৫২,০৫,৬৪২ | ৫৪.৯১ | |||
উৎস: Nohlen et al. |
জেলা | আওয়ামী | ন্যাপ-ম | ন্যাপ-ভ | জাসদ | অন্যান্য |
---|---|---|---|---|---|
রংপুর | ৭৭.০৩ | ১০.৫৬ | ৬.৩৯ | ১.৫১ | ৪.৫০ |
দিনাজপুর | ৭৮.৫২ | ৮.৩০ | ৪.৫৬ | ০.৭৬ | ৭.৮৬ |
বগুড়া | ৭৪.৯১ | ১৬.৯৪ | ২.২০ | ২.২৩ | ৩.৬৬ |
রাজশাহী | ৭৪.৯৩ | ৮.৯৫ | ৪.২৩ | ৮.৪৫ | ৩.৪৪ |
পাবনা | ৮৪.৮৯ | ৪.৭২ | ১.৩৫ | ৪.৫৯ | ৪.৪৫ |
কুষ্টিয়া | ৭৬.০৩ | ১০.১০ | ৭.৫৯ | ৬.২৮ | – |
যশোর | ৭৭.৪৪ | ৩.২৯ | ৯.১৪ | ৬.৩৩ | ৩.৮০ |
খুলনা | ৭৪.০৩ | ৩.১৯ | ১২.৭১ | ৫.৯১ | ৪.১৬ |
পটুয়াখালী | ৭৩.১৪ | ১৪.০৭ | ১.০৯ | ১.০৯ | ১০.৬১ |
বাকেরগঞ্জ | ৭১.২১ | ৭.৯২ | ৮.৪৭ | ১০.২৫ | ২.১৫ |
টাঙ্গাইল | ৫৬.৪২ | ৫.২৮ | ১৬.৮২ | ১৯.৪৪ | ২.০৩ |
ময়মনসিংহ | ৭১.৪৪ | ১৫.০২ | ১.১৫ | ৮.৭৪ | ৩.৬৫ |
ঢাকা | ৭৬.০৫ | ৭.৩৭ | ৩.৫১ | ৫.৬২ | ৭.৪৫ |
ফরিদপুর | ৮৭.৯০ | ৩.৪২ | ০.৮১ | ২.৭৬ | ৫.১০ |
সিলেট | ৬৭.৭০ | ১৪.৪০ | ৩.৫৬ | ৪.৭৯ | ৯.৫৫ |
কুমিল্লা | ৭০.০৯ | ৭.৪৪ | ২.৮৯ | ৩.৭০ | ১৫.৮৮ |
নোয়াখালী | ৬৪.৮৮ | ২.২৬ | ২.১৪ | ২০.৪১ | ১০.৩১ |
চট্টগ্রাম | ৬১.৭৩ | ৭.৫৭ | ১৩.৭৮ | ১২.০১ | ৪.৯২ |
চট্টগ্রাম পা. অ. | ২৮.৪৩ | ৫.২৪ | ২.৩৭ | ২.৯৭ | ৬০.৯৯ |
উৎস: মতীন[2] |
জাসদ এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে।ন্যাশনাল আওয়ামী পার্টি (মোজাফফর) এবং শ্রমিক কৃষক সমাজবাদী দলও ভোট কারচুপির অভিযোগ তুলে। জাসদের একমাত্র বিজয়ী প্রার্থী আব্দুস সাত্তার ঘোষণা দেন যে তিনি সংসদে মেহেনতি মানুষের কথা বলবেন। অন্যদিকে বিজয়ী দল আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানান।
নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে বিরোধী দল নিয়ে প্রশ্ন করা হলে শেখ মুজিবুর রহমান বলেন যে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধী দলীয় প্রার্থী নির্বাচিত হতে না পারায় বিরোধী দলের স্বাভাবিক অবলুপ্তি হয়েছে বলে তিনি মনে করেন।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.