Loading AI tools
উত্তর প্রদেশের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
প্রতাপগড় জেলা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অন্যতম একটি জেলা এবং প্রতাপগড় শহরে জেলা সদর দপ্তর অবস্থিত। প্রতাপগড় জেলাটি এলাহাবাদ বিভাগের অন্তর্গত।
প্রতাপগড় জেলা | |
---|---|
উত্তরপ্রদেশের জেলা | |
উত্তর প্রদেশে প্রতাপগড় জেলার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | উত্তরপ্রদেশ |
বিভাগ | এলাহাবাদ |
সদর দপ্তর | প্রতাপগড় |
তহশিল | প্রতাপগড় সদর, রানীগঞ্জ, কুন্দা, লালগঞ্জ, পত্তি |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | প্রতাপগড় |
• বিধানসভা কেন্দ্র | ১. বাবাগঞ্জ ২. কুন্দা ৩. পত্তি ৪. প্রতাপগড় ৫. রামপুর খাস ৬. রানীগঞ্জ ৭. বিশ্বনাথগঞ্জ |
আয়তন | |
• মোট | ৩,৭১৭ বর্গকিমি (১,৪৩৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩১,৭৩,৭৫২ |
• জনঘনত্ব | ৮৫০/বর্গকিমি (২,২০০/বর্গমাইল) |
জনমিতি | |
• সাক্ষরতা | ৭৩.১% |
সময় অঞ্চল | আইএসটি (ইউটিসি+০৫:৩০) |
প্রধান সড়ক | NH-96, NH-236 |
ওয়েবসাইট | http://pratapgarh.nic.in/ |
২০০৬ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রণালয় প্রতাপগড় জেলাকে ভারতের ৬৪০টি জেলার মধ্যে ২৫০তম অনুন্নত জেলা হিসেবে শনাক্ত করেছিল। ২০০৯ সালে অনুন্নত অঞ্চলে অনুদান তহবিল কর্মসূচির (বিআরজিএফ) তহবিল প্রাপ্ত উত্তর প্রদেশের ৩৪ টি জেলার মধ্যে প্রতাপগড় জেলা অন্তর্ভুক্ত ছিল।[1]
ভারতের জনগণনা ২০১১ অনুসারে প্রতাপগড় জেলার মোট জনসংখ্যা ৩,১৭৩,৭৫২ জন,[3] যা মঙ্গোলিয়া জাতির মোট জনসংখ্যার সমান[4] বা মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের মোট জনসংখ্যার সমান।[5] এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ১০৯তম জনবহুল জেলা। এ জেলার জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৮৫৪ জন বা প্রতি বর্গ মাইলে ২,২১০ জন লোক বসবাস করে। ২০০১ থেকে ২০১১ এর দশকে জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১৬.২%। প্রতাপগড় জেলার লিঙ্গ অনুপাত প্রতি ১০০০ পুরুষের বিপরীতে ৯৯৪ জন মহিলা রয়েছে এবং সাক্ষরতার হার ৭৩.১%। ভারতের ২০১১ সালের জনগণনার সময়ে প্রতাপগড় জেলার জনসংখ্যার ৯.8.৮২% হিন্দি ভাষা এবং ৩.১৪% উর্দু ভাষাকে তাদের প্রথম বলে উল্লেখ্য করেছিল।[6]
বছর | জন. | ±% |
---|---|---|
১৯০১ | ৯,০৮,১০৫ | — |
১৯১১ | ৮,৯৫,২৭৯ | −১.৪% |
১৯২১ | ৮,৫০,৭৫২ | −৫% |
১৯৩১ | ৯,০১,৬১৮ | +৬% |
১৯৪১ | ১০,৩৬,৪৯৬ | +১৫% |
১৯৫১ | ১১,০৬,৮০৫ | +৬.৮% |
১৯৬১ | ১২,৫২,১৯৬ | +১৩.১% |
১৯৭১ | ১৪,২২,৭০৭ | +১৩.৬% |
১৯৮১ | ১৮,০১,০৪৯ | +২৬.৬% |
১৯৯১ | ২২,১০,৭০০ | +২২.৭% |
২০০১ | ২৭,৩১,১৭৪ | +২৩.৫% |
২০১১ | ৩২,০৯,১৪১ | +১৭.৫% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.