Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ত্রুটি: কোন সংক্ষিপ্ত নির্দিষ্ট ছিল না এবং|msg= প্যারামিটার নির্ধারণ করা হয়নি।
পোর্টাল হাইপারটেনশন | |
---|---|
বিশেষত্ব | পাকান্ত্রবিজ্ঞান, digestive system surgery |
পোর্টাল হাইপারটেনশন (ইংরেজি: Portal Hypertension) হল পোর্টাল শিরা এবং এর শাখানালী মধ্যে উচ্চরক্তচাপ । একে প্রায়ই সংজ্ঞায়িত করা হয় যে, এটি ১০ mmHg অথবা এর অধিক পোর্টাল চাপ মাত্রা (পোর্টাল শিরা এবং হেপাটিক শিরা মধ্যে চাপ পার্থক্য)।[1][2]
পোর্টাল শিরার উপর রক্তচাপ অত্যধিক বেশি হলে তাকে পোর্টাল হাইপারটেনশন বা পোর্টাল উচ্চরক্তচাপ বলে।[1]
সাধারনত পোর্টাল প্রেসার ২-৫ mmHg হয়ে থাকে। পোর্টাল প্রেসার ১২ mmHg এর বেশি হলে পোর্টাল হাইপারটেনশনের ব্যাহিক লক্ষণ গুলির প্রকাশ শুরু হয়। অনেক ক্ষেত্রে পোর্টাল প্রেসার mmHg এর পরির্বতে cm of saline এ ও পরিমাপ করা হয়। সে ক্ষেত্রে ৩০ cm saline এর বেশি হলে পোর্টাল হাইপারটেনশন এর ব্যাহিক লক্ষন গুলির প্রকাশ শুরু হয়।
পোর্টাল হাইপারটেনশনের কারণগুলিকে ৩ ভাগে ভাগ করা হয়। যকৃতে পৌঁছানোর পূর্বে (প্রিহেপ্যাটিক) , যকৃতে (ইন্ট্রাহেপটিক) এবং হৃৎপিন্ডে (হেপাটিক পরবর্তী)
প্রিহেপ্যাটিক কারণ
ইন্ট্রাহেপটিক কারণ
হেপাটিক পরবর্তী কারণ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.