পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার একটি ইউনিয়ন।[1][2]
পূর্ব অষ্টগ্রাম | |
---|---|
ইউনিয়ন | |
৮নং পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°১৬′৫৬″ উত্তর ৯১°৮′১৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | কিশোরগঞ্জ জেলা |
উপজেলা | অষ্টগ্রাম উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
পশ্চিমে ৩নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন, পূর্ব ও উত্তর-পূর্বে ৫নং কলমা ইউনিয়ন অবস্থিত।
পূর্ব দিকে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা এবং দক্ষিণ-পূর্ব দিকে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা অবস্থিত।
৯টি ওয়ার্ড অবস্থিত
এ ইউনিয়নে ১ টি উচ্চ বিদ্যালয়, ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৭ টি কওমি মাদ্রাসা, বেশ কয়েকটি মন্দির ও মসজিদ ভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
০১. মুঘল আমলে প্রতিষ্ঠিত শ্রীশ্রী রামকৃষ্ণ গোসাঁই - এর আখড়া। এটি দিল্লির আখড়ার একটি শাখা কেন্দ্র। বর্তমান সেবায়েত শ্রী প্রাণকৃষ্ণ গোসাঁই।
০২. হযরত মাওলানা সৈয়দ রিয়াজত উল্লাহ সাহেব (রহঃ) এঁর মাজার শরীফ, মোতায়েদ বাড়ি, পূর্ব অষ্টগ্রাম।
০৩. শ্রীশ্রী নরসিংহদেবের আখড়া, পূর্ব অষ্টগ্রাম। এটি ১৫৮০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এখানে সাধক ভজরাম বাবাজীর সমাধিপীঠ রয়েছে। প্রতিবছর ঐতিহ্যবাহী রথযাত্রা, হরিনাম সংকীর্তন, দুর্গাপূজা, কালীপূজাসহ বিভিন্ন পূজাপার্বণ অনুষ্ঠিত হয়।
০৪. ইকুরদিয়া বধ্যভূমি । ১৯৭১ সালের ৩ সেপ্টেম্বর বর্বর পাকসেনারা স্থানীয় রাজাকারদের সহায়তায় অষ্টগ্রামের ইকুরদিয়া গ্রামে ৩৫ জন লোককে নৃশংসভাবে হত্যা করে।
০ ০৫. ঐতিহ্যবাহী তাহেরাবাদ দরবার শরীফ, পূর্ব অষ্টগ্রাম।
০৬. শ্রীশ্রী রাধারমণ মন্দির, খাসালপাড়া, পূর্ব অষ্টগ্রাম।
০১. প্রফেসর জাকির হোসেন মাসুক (বিসিএস ১৪ ব্যাচ বিএ অনার্স এমএএলএলবি) প্রিন্সিপাল চুনারুঘাট সরকারি কলেজ
০২. হযরত মাওলানা রিয়াজত উল্লাহ সাহেব (রহঃ)
০৩. স্বর্গীয় রঞ্জিত কুমার চক্রবর্তী, পূর্বতন প্রধান শিক্ষক
০৪. মাওলানা আলহাজ্ব ফজলুলকরিম পীর সাহেব
০৫. মাওলানা মুফতী শরীফুল ইসলাম আশ্রাফী
০৬. মাওলানা মুহাম্মাদ আশরাফুল হক
০৭. মাওলানা হুসাইন আহমদ স্বাধীন
০৮. মাওলানা কাজী আব্দুল কুদ্দুস আশরাফী
০৯. আল্লামা তাহের হোসাইন (মঞ্জু মিয়া) রহঃ
১০. আল্লামা বাহাউদ্দীন (আন্জু মিয়া) রহঃ
১১. সৈয়দ সাঈদ আহমেদ, পূর্বতন চেয়ারম্যান
১২. কাউছারুল আলম কাউছ, পূর্বতন চেয়ারম্যান
১৩. দেবপদ চক্রবর্তী, সাংবাদিক ও মানবাধিকার কর্মী
১৪. ডাক্তার মো: হারুন উর রশিদ ঠাকুর (বিশিষ্ট সমাজসেবক, বিদ্যাউৎসাহী, আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ।)
১৫. জীবনময় শীল, প্রধান শিক্ষক
১৬. ছায়েদ আহমদ রাজু, প্রধান শিক্ষক
১৭. মোয়াজ্জেম হোসেন বাবুল (চিপ ইন্জিনিয়ার বিসিআইসি বুয়েট)
১৮. কাছিদ মিয়া, পূর্বতন চেয়ারম্যান
চেয়ারম্যান | নির্ধারিত মেয়াদকাল | ||
---|---|---|---|
মোঃ কাছেদ মিয়া | পাঁচ বছর (২০২২-২০২৭) | ||
ওয়ার্ড নং | ওয়ার্ড সদস্য | সংরক্ষিত সদস্য | |
১ | শাহিন আহমেদ | ||
২ | সাগর আহমেদ | ||
৩ | জামাল মিয়া | ||
৪ | বকুল মিয়া | ||
৫ | |||
৬ | |||
৭ | বাচ্চু মিয়া | ||
৮ | |||
৯ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.