Remove ads
রংপুর জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
মিঠাপুকুর উপজেলা বাংলাদেশের রংপুর জেলার একটি প্রশাসনিক এলাকা। মিঠাপুকুর থানা সৃষ্টি হয় ১৮৮৫ সালে।[১][২] এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা।
মিঠাপুকুর | |
---|---|
উপজেলা | |
মানচিত্রে মিঠাপুকুর উপজেলা | |
স্থানাঙ্ক: ২৫°৩২′১৫″ উত্তর ৮৯°১৭′১২″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | রংপুর জেলা |
আয়তন | |
• মোট | ৫১৫.৬২ বর্গকিমি (১৯৯.০৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫,২৭,৪৫৭ |
• জনঘনত্ব | ১,০০০/বর্গকিমি (২,৬০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৮৫ ৫৮ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
মিঠাপুকুর উপজেলা আয়তন ৫১৫.৬২ বর্গ কি.মি.। এর উত্তরে রংপুর সদর উপজেলা ও পীরগাছা উপজেলা, দক্ষিণে পীরগঞ্জ উপজেলা ও সাদুল্লাপুর উপজেলা, পূর্বে পীরগাছা উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বদরগঞ্জ উপজেলা ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলা। এখানকার প্রধান নদীঃ যমুনেশ্বরী নদী, ঘাঘট নদী, আখিরা নদী। মূল উপজেলা শহরটি ৫টি মৌজা নিয়ে গঠিত; যার আয়তন ৬.৩৬ বর্গ কি.মি.।[১][২]
এখানেঃ ইউনিয়ন - ১৭টি, মৌজা - ৩১০টি, গ্রাম - ৩১৩টি, ওয়ার্ড -১৫৩ টি।[১][২]
জনসংখ্যা ৫২৭৪৫৭; পুরুষ ৫২.৬৪%, মহিলা ৪৭.৩৬% । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি. ১৫০০।
ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন মিঠাপুকুর বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে অবস্থিত মৌজা- কাশীপুর -২৫৩, কৃষ্ণপুর -১২২, খঃনং-৭,৮,১২,১৬,দাগ নং-১২৭,১২৮/১২৬=১৩.৯৪ একর এবং ২৩৩,১৫৪=০.৭২ মোট জমি ১৪৬৬একর।
(ক) জেলা সদর হতে উপজেলা সদরের দূরত্বঃ ২৪ কি.মি., বাস ও রিক্সা (সড়ক পথে)। (খ) ইউনিয়নের নাম, উপজেলা হতে দূরত্বঃ
০১। খোড়াগাছ,২৫কি.মি. রিক্সা,ভ্যান,মটর সাইেকল ও বাই সাইকেল যোগে। (পাকা রাস্তা) ০২। রাণীপুকুর,২০কি.মি. ঐ ০৩। পায়রাবন্দ,১২কি.মি. বাস, ট্রাক,মটর সাইকেল, রিক্সা,ভ্যান,ও বাই সাইকেল ইত্যূর্ণ পাকা রাস্তা)। ৪।ভাংনী,২৫কি.মি. ঐ ০৫। বালারহাট,২০কি.মি. রিক্সা,ভ্যান,মটর সাইকেল ও বাই সাইকেল যোগে। ০৬। কাফ্রিখাল,১৫কি.মি. ঐ ০৭। লতিবপুর,০৭কি.মি. ঐ ০৮। চেংমারী,০৯কি.মি. ঐ ০৯। ময়েনপুর,১৩কি.মি. ঐ ১০। বালুয়ামাসিমপুর,১৯কি.মি. ঐ এবং বাস যোগে ১১। বড়বালা,২২কি.মি. ঐ ১২। মিলনপুর,২৬কি.মি. ১৩। গোপালপুর,০৯কি.মি. ঐ ১৪। দূর্গাপুর,০৪কি.মি. ঐ ১৫। বড় হযরতপুর,০৮কি.মি. ঐ ১৬। মির্জাপুর,১২কি.মি. ঐ ১৭। ইমাদপুর,১৮কি.মি. ঐ
(ক) কৃষিজীবী:২৪৮৬২২ জন (খ) কৃষি শ্রমিক:১২৪১৪৭ জন (গ) অকৃষিজীবী:৪৮৯০৩ জন (ঘ) চাকুরীজীবী:৩৯৭০৯ জন (ঙ) ব্যবসায়ী:৬২৪০১ জন (চ) অন্যান্য:৫৬৭৫ জন
উপজাতীর নাম (উপজেলার লোক সংখ্যার কত ভাগ): (ক)সাঁওতাল (মুরমু,মারডী,কিস্কু,সরেন,হেমরন,চোর, বাস্ক,হাসদা,টুডু): ৩২৫১ জন। (খ) উড়াও (খালকো, টপ্য,মিনজি,তিগ্যা,লাকড়া,মাহালী,কুজুর,ধানায়ার বাকলা,তির্কী,এককা,কেরকাটা,বেক,কিসপট্রা, খেশ,গিধী, খাঁ, খা, বাড়া,লিডুয়ার:১২,২৬৫ জন। (গ) মুন্ডা: ১৫০২ জন। মোট : ১৭,০১৮ জন। উপজেলার মোট লোক সংখ্যার ৩%।
(ক)মসজিদ : ৮৬০টি (খ)মন্দির: ১৪০টি।
মিঠাপুকুর উপজেলায় ডাকবাংলা ২টি। মিঠাপুকুর উপজেলা সদরে একটি, অপরটি পায়রাবন্দে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে অবস্থিত।
খাদ্য ও গুদামের সংখ্যা:৩ টি, ধারনক্ষমতা-সাধারন:১৫০০ মেঃটন, সর্বোচ্চ:১৯৫০ মেঃটন।
বিদ্যুতের চাহিদার পরিমান : ১৩মেঃওয়াট, সরবরাহ পাওয়া যাচ্ছেঃ ৫/৬ মেঃওয়াট, মোট গ্রামের সংখ্যাঃ ২৯৯টি, বিদ্যুতায়িত গ্রামের সংখ্যাঃ ২১৫টি, প্রক্রিয়াধীনঃ ৮৪টি।
প্রধান প্রধান ফসল : ধান,পাট, ভুট্টা,আখ,আলু,বিভিন্ন প্রকার সবজি
শিক্ষা প্রতিষ্ঠানঃ (ক)প্রাথমিক বিদ্যালয়ঃ ২৬৮ টি। (খ)নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ২০ টি। (গ)মাধ্যমিক বিদ্যালয়ঃ ৮৫ টি। (ঘ)মাদ্রাসাঃ৫২ টি। (ঙ)কারিগরি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ঃ ৫ টি। (চ)কিন্ডার গার্ডেনঃ ৪০ টি। (ছ)ইবতেদায়ী মাদ্রাসাঃ ৫০ টি। (জ)ব্রাক প্রাথমিক বিদ্যালয়ঃ ৩৯ টি। (ঝ)কলেজঃ ১৬ টি।[১][২]
মিঠাপুকুরে কয়েকটি ডিগ্রী কলেজ সহ অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
মাদ্রাসা সমুহঃ
'
শিক্ষাঃ
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.