Remove ads
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাঠানটুলী বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
পাঠানটুলী | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
২৮নং পাঠানটুলী ওয়ার্ড | |
বাংলাদেশে পাঠানটুলী ওয়ার্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৯′৩৩″ উত্তর ৯১°৪৯′৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | নজরুল ইসলাম বাহাদুর |
আয়তন | |
• মোট | ১.৪২ বর্গকিমি (০.৫৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫০,৪১০ |
• জনঘনত্ব | ৩৬,০০০/বর্গকিমি (৯২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৩.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪০০০ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
পাঠানটুলী ওয়ার্ডের আয়তন ১.৪২ বর্গ কিলোমিটার।[১]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাঠানটুলী ওয়ার্ডের মোট জনসংখ্যা ৫০,৪১০ জন। এর মধ্যে পুরুষ ২৮,২১১ জন এবং মহিলা ২২,১৯৯ জন। মোট পরিবার ১০,৮৭৮টি।[২]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে পাঠানটুলী ওয়ার্ডের অবস্থান। এর পূর্বে ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড; উত্তরে ২৩নং আলকরণ ওয়ার্ড; পশ্চিমে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড ও ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড এবং দক্ষিণে কর্ণফুলী নদী ও কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন অবস্থিত।
পাঠানটুলী ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২৮নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডবলমুরিং থানার আওতাধীন। এটি ২৮৮নং চট্টগ্রাম-১১ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৩] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাঠানটুলী ওয়ার্ডের সাক্ষরতার হার ৭৩.৩%।[২] এ ওয়ার্ডে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | বাণিজ্যিক এলাকা কর্পোরেট শাখা[৪] | সাধারণ | আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা |
০২ | জনতা ব্যাংক | সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা[৫] | সাধারণ বীমা ভবন, পাঠানটুলী | ||
০৩ | স্ট্র্যান্ড রোড শাখা[৬] | ১০০, স্ট্র্যান্ড রোড, কুলছুমা ভবন, পাঠানটুলী | |||
০৪ | বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক | আগ্রাবাদ শাখা[৭] | বিশেষায়িত | বিডিবিএল ভবন, ১০৬, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা | |
০৫ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | ইউনিয়ন ব্যাংক | আগ্রাবাদ শাখা[৮] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | ৫৯, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম |
০৬ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা শাখা[৯] | বাণিজ্যিক আদালত, বাসা নং ৯৫, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম | ||
০৭ | বাদামতলী উপশাখা[১০] | কে এন টাওয়ার, বাসা নং ১৮, শেখ মুজিব রোড, ডবলমুরিং, চট্টগ্রাম | |||
০৮ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | মোগলটুলী উপশাখা[১১] | হাশেম ভবন, বাসা নং ১৩৩০, রোড নং ১১৮০, কমার্স কলেজ রোড, কাটা বটগাছ মোড়, সদরঘাট, চট্টগ্রাম | ||
০৯ | শাহ্জালাল ইসলামী ব্যাংক | আগ্রাবাদ শাখা[১২] | ১০৪, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম |
কাউন্সিলর[১৩] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
---|---|---|
মোহাম্মদ আবদুল কাদের | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
নজরুল ইসলাম বাহাদুর | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.