পাঠানটুলী ওয়ার্ড
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি ওয়ার্ড উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাঠানটুলী বাংলাদেশের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন একটি ওয়ার্ড।
পাঠানটুলী | |
---|---|
চট্টগ্রাম সিটি কর্পোরেশন | |
২৮নং পাঠানটুলী ওয়ার্ড | |
বাংলাদেশে পাঠানটুলী ওয়ার্ডের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°১৯′৩৩″ উত্তর ৯১°৪৯′৫″ পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
শহর | চট্টগ্রাম সিটি কর্পোরেশন |
সরকার | |
• কাউন্সিলর | নজরুল ইসলাম বাহাদুর |
আয়তন | |
• মোট | ১.৪২ বর্গকিমি (০.৫৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫০,৪১০ |
• জনঘনত্ব | ৩৬,০০০/বর্গকিমি (৯২,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭৩.৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪০০০ |
এলাকার টেলিফোন কোড | +৮৮০ ৩১ |
পাঠানটুলী ওয়ার্ডের আয়তন ১.৪২ বর্গ কিলোমিটার।[১]
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাঠানটুলী ওয়ার্ডের মোট জনসংখ্যা ৫০,৪১০ জন। এর মধ্যে পুরুষ ২৮,২১১ জন এবং মহিলা ২২,১৯৯ জন। মোট পরিবার ১০,৮৭৮টি।[২]
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যাংশে পাঠানটুলী ওয়ার্ডের অবস্থান। এর পূর্বে ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড; উত্তরে ২৩নং আলকরণ ওয়ার্ড; পশ্চিমে ২৪নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড, ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড ও ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড এবং দক্ষিণে কর্ণফুলী নদী ও কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন অবস্থিত।
পাঠানটুলী ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ২৮নং ওয়ার্ড। এ ওয়ার্ডের প্রশাসনিক কার্যক্রম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ডবলমুরিং থানার আওতাধীন। এটি ২৮৮নং চট্টগ্রাম-১১ জাতীয় নির্বাচনী এলাকার অংশ।[৩] এ ওয়ার্ডের উল্লেখযোগ্য এলাকা হল:
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পাঠানটুলী ওয়ার্ডের সাক্ষরতার হার ৭৩.৩%।[২] এ ওয়ার্ডে ১টি কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
বাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮নং পাঠানটুলী ওয়ার্ডে অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | বাণিজ্যিক এলাকা কর্পোরেট শাখা[৪] | সাধারণ | আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা |
০২ | জনতা ব্যাংক | সাধারণ বীমা ভবন কর্পোরেট শাখা[৫] | সাধারণ বীমা ভবন, পাঠানটুলী | ||
০৩ | স্ট্র্যান্ড রোড শাখা[৬] | ১০০, স্ট্র্যান্ড রোড, কুলছুমা ভবন, পাঠানটুলী | |||
০৪ | বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক | আগ্রাবাদ শাখা[৭] | বিশেষায়িত | বিডিবিএল ভবন, ১০৬, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা | |
০৫ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | ইউনিয়ন ব্যাংক | আগ্রাবাদ শাখা[৮] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | ৫৯, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম |
০৬ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা শাখা[৯] | বাণিজ্যিক আদালত, বাসা নং ৯৫, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম | ||
০৭ | বাদামতলী উপশাখা[১০] | কে এন টাওয়ার, বাসা নং ১৮, শেখ মুজিব রোড, ডবলমুরিং, চট্টগ্রাম | |||
০৮ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | মোগলটুলী উপশাখা[১১] | হাশেম ভবন, বাসা নং ১৩৩০, রোড নং ১১৮০, কমার্স কলেজ রোড, কাটা বটগাছ মোড়, সদরঘাট, চট্টগ্রাম | ||
০৯ | শাহ্জালাল ইসলামী ব্যাংক | আগ্রাবাদ শাখা[১২] | ১০৪, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম |
কাউন্সিলর[১৩] | রাজনৈতিক দল | নির্বাচন সন |
---|---|---|
মোহাম্মদ আবদুল কাদের | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০১৫ |
নজরুল ইসলাম বাহাদুর | বাংলাদেশ আওয়ামী লীগ | ২০২১ |
Seamless Wikipedia browsing. On steroids.