পাটনা জেলা
বিহারের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
বিহারের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাটনা জেলা হল পূর্ব ভারতের বিহার রাজ্যের ৩৯টি জেলার অন্যতম। এই জেলার সদর হল রাজ্যের রাজধানী পাটনা। পাটনা জেলা পাটনা বিভাগের অন্তর্গত।
পাটনা জেলা पटना जिला | |
---|---|
বিহারের জেলা | |
বিহারে পাটনার অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | বিহার |
প্রশাসনিক বিভাগ | পাটনা বিভাগ |
সদরদপ্তর | পাটনা |
সরকার | |
• লোকসভা কেন্দ্র | ১. পাটনা সাহিব, ২. পাটলীপুত্র, ৩. মুঙ্গের (মুঙ্গের জেলার সঙ্গে) |
• বিধানসভা আসন | ১৪ |
আয়তন | |
• মোট | ৩,২০২ বর্গকিমি (১,২৩৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৫৮,৩৮,৪৬৫ |
• জনঘনত্ব | ১,৮০০/বর্গকিমি (৪,৭০০/বর্গমাইল) |
• পৌর এলাকা | ২৫,১৪,৫৯০ (৪৩.৭ %) (২,০১১) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭০.৬৮ %[১] |
• লিঙ্গানুপাত | ৮৯৭ |
প্রধান মহাসড়ক | ৩০ নং জাতীয় সড়ক, ৮৩ নং জাতীয় সড়ক |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
২০১১ সালের জনগণনা অনুসারে পাটনা জেলা বিহারের সর্বাধিক জনবহুল জেলা।[২]
১৯৭৬ সালে পাটনা জেলা ভেঙে নালন্দা জেলা গঠিত হয়।[৩] বর্তমানে পাটনা জেলা ভারতের দ্রুততম বর্ধনশীল জেলাগুলির একটি।
পাটনা জেলার আয়তন ৩,২০২ বর্গকিলোমিটার (১,২৩৬ মা২)।[৪] আয়তনের দিক থেকে এই জেলা সলোমন দ্বীপপুঞ্জের মাকিরা দ্বীপের প্রায় সমান।[৫]
পাটনা জেলায় ৬টি মহকুমা রয়েছে। এগুলি হল: পাটনা সদর, পাটনা মহানগরী, বাড়, দানাপুর, মাসাউড়ি ও পালিগঞ্জ। মহকুমাগুলি নিম্নোক্ত ব্লকে বিভক্ত: পাটনা সদর, ফুলোয়ারি শরিফ, সম্পৎচক, ফাতুহা, খুসরুপুর, দানিয়াওয়ান, বখতিয়ারপুর, বাড়, বেলচি, আথমলগোলা, মোকামা, পান্ডারাক, ঘোসোয়ারি, বিহতা, মানের, দানাপুর, নউবতপুর, মাসাউড়ি, ধানারুয়া ও পুনপুন।
২০১১ সালের জনগণনা অনুসারে, পাটনা জেলার জনসংখ্যা ৫,৮৩৮,৪৬৫।[২] যা নিকারাগুয়া রাষ্ট্র[৬] বা মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের প্রায় সমান।[৭] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে পাটনা জেলার স্থান ১৫শ।[২] জেলার জনঘনত্ব ১,৮২৩ জন প্রতি বর্গকিলোমিটার (৪,৭২০ জন/বর্গমাইল)।[২] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ২২.৩৪%।[২] জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৯৭ জন মহিলা[২] এবং সাক্ষরতার হার ৭২.৪৭%।[২]
পাটনা-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৩.৩ (৭৩.৯) |
২৬.৫ (৭৯.৭) |
৩২.৬ (৯০.৭) |
৩৭.৭ (৯৯.৯) |
৩৮.৯ (১০২.০) |
৩৬.৭ (৯৮.১) |
৩৩.০ (৯১.৪) |
৩২.৪ (৯০.৩) |
৩২.৩ (৯০.১) |
৩১.৫ (৮৮.৭) |
২৮.৮ (৮৩.৮) |
২৪.৭ (৭৬.৫) |
৩১.৫৩ (৮৮.৭৫) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ৯.২ (৪৮.৬) |
১১.৬ (৫২.৯) |
১৬.৪ (৬১.৫) |
২২.৩ (৭২.১) |
২৫.২ (৭৭.৪) |
২৬.৭ (৮০.১) |
২৬.২ (৭৯.২) |
২৬.১ (৭৯.০) |
২৫.৭ (৭৮.৩) |
২১.৮ (৭১.২) |
১৪.৭ (৫৮.৫) |
৯.৯ (৪৯.৮) |
১৯.৬৫ (৬৭.৩৭) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ১৯ (০.৭) |
১১ (০.৪) |
১১ (০.৪) |
৮ (০.৩) |
৩৩ (১.৩) |
১৩৪ (৫.৩) |
৩০৬ (১২.০) |
২৭৪ (১০.৮) |
২২৭ (৮.৯) |
৯৪ (৩.৭) |
৯ (০.৪) |
৪ (০.২) |
১,১৩০ (৪৪.৫) |
উৎস: worldweather.org[৮] |
২০০৬ সালে পঞ্চায়েত মন্ত্রক পাটনা জেলাটিকে দেশের ২৫০টি সর্বাধিক অনগ্রসর জেলার তালিকাভুক্ত করে।[৯] বিহারের যে ৩৮টি জেলা[১০] অনগ্রসর অঞ্চল অনুদান তহবিল কর্মসূচির অধীনে অনুদান পায়, পাটনা জেলা তার অন্যতম।[৯]
জেলার প্রধান কৃষিজ ফসল হল ধান, ভুট্টা, ডাল, গম ও তৈলবীজ। জেলার এক-তৃতীয়াংশই ধানখেত। দিয়ারা অঞ্চলে সবজি ও তরমুজের মতো পণ্যশস্যও উৎপন্ন হয়।
জেলার প্রধান শিল্প হল চর্মশিল্প, কুটির শিল্প ও কৃষিজ পণ্য-প্রক্রিয়াকরণ শিল্প।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.