পাকিস্তান পূর্ব রেলওয়ে

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পাকিস্তান পূর্ব রেলওয়ে (উর্দু: پاکستان مشرقی ریلویز) পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) একটি রেল সংস্থা যা পাকিস্তান রেলওয়ের দুটি বিভাগের মধ্যে অন্যতম। এটি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত চালু ছিলো। সংস্থাটির সদর দপ্তর চট্টগ্রামে অবস্থিত।[] বাংলাদেশের স্বাধীনতা লাভের সাথে সাথে এটি বাংলাদেশ রেলওয়েতে পরিণত হয়।[]

দ্রুত তথ্য স্থানীয় নাম, ধরন ...
পাকিস্তান পূর্ব রেলওয়ে
স্থানীয় নাম
پاکستان مشرقی ریلویز
ধরনরাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজ
শিল্প
পূর্বসূরীআসাম বেঙ্গল রেলওয়ে
উত্তরসূরীবাংলাদেশ রেলওয়ে
প্রতিষ্ঠাকাল ফেব্রুয়ারি ১৯৬১ (৬৪ বছর আগে) (1961-02-01)[]
বিলুপ্তিকাল১৯৭১
সদরদপ্তর
বাণিজ্য অঞ্চল
পূর্ব বাংলা (সাথে ভারতে সীমিত আকারে)
মালিকপাকিস্তান সরকার
মাতৃ-প্রতিষ্ঠানরেলপথ মন্ত্রণালয়
বন্ধ

ইতিহাস

১৯৪৭ সালে পাকিস্তান ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করলে আসাম বেঙ্গল রেলওয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত হয়ে যায়। প্রায় ২৬০৩.৯২ কিলোমিটার রেলপথ পূর্ব বাংলার মধ্যে পড়ে। পরবর্তীতে আসাম বেঙ্গল রেলওয়ের নাম পরিবর্তন করে "ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে" নামকরণ করা হয়। ১৯৬১ সালের ১লা ফেব্রুয়ারি পূর্ব বাংলা রেলওয়ের নাম পরিবর্তন করে "পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে" রাখা হয় এবং পরের বছরেই সংস্থাটির নিয়ন্ত্রণ ফেডারেল সরকার থেকে পূর্ব পাকিস্তান সরকারে নিকট স্থানান্তরিত হয়। ১৯৬২ সালের ৯ই জুন রাষ্ট্রপতি আদেশে ১৯৬২-৬৩ অর্থবছরে সংস্থাটি পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে বোর্ডের পরিচালনার আওতায় পড়ে। []

উত্তরসূরি

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সাথে সাথে পাকিস্তান ইস্টার্ন রেলওয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ রেলওয়ে রাখা হয়।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.