Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পাইজিটিকে (ইংরেজি: PyGTK) হলো জিটিকে+ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস লাইব্রেরির জন্যে পাইথন র্যাপার। পাইথন ফ্রি সফটওয়্যার, এটি এলজিপিএল লাইসেন্সের অধীনে নিবন্ধিত। এটি পাইকিউটি/পাইসাইড এবং ডব্লিওএক্সপাইথনের মতই। এর মূল লেখক গ্নোম ডেভেলপার জেমস হেনস্ট্রিজ। মূল ডেভেলপমেন্ট টিমে ছয়জন লোক আছেন। এছাড়াও অন্য অনেকে প্যাচ বা বাগ রিপোর্ট সাবমিট করে এর উন্নয়নে সহায়তা করেন। ওয়ান ল্যাপটপ পার চাইল্ড ব্যবস্থায় চলা সফটওয়্যার গুলোর জন্যে পরিবেশ হিশেবে পাইজিটিকে নির্বাচন করা হয়েছে।
মূল উদ্ভাবক | জেমস হেনস্ট্রিজ [1] |
---|---|
উন্নয়নকারী | পাইজিটিকে কোর ডেভেলপমেন্ট টিম [2] |
স্থিতিশীল সংস্করণ | ২.২৪.০[3]
/ ১ এপ্রিল ২০১১ |
রিপজিটরি | |
যে ভাষায় লিখিত | পাইথন, সি |
অপারেটিং সিস্টেম | ক্রস-প্ল্যাটফর্ম |
প্ল্যাটফর্ম | ক্রস-প্ল্যাটফর্ম |
ধরন | উইজেট টুলকিট |
লাইসেন্স | এলজিপিএল |
ওয়েবসাইট | pygtk |
পাইজিটিকে জিটিকে+ সংস্করণ ৩ এর পর পিজিঅবজেক্ট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে,[4][5] যেটি জিঅবজেক্ট ইন্ট্রোস্পেকশন ব্যবহার করে পাইথনের জন্যে বাইন্ডিং জেনারেট করে থাকে। এর ফলে আশা করা যাচ্ছে জিটিকে হালনাগাদ ও অনুরূপ ভাষার বাইন্ডিঙের মধ্যে বিলম্বকে কমিয়ে এনেছে। সাথে সাথে এটি ডেভেলপারদের উপর রক্ষণাবেক্ষণের বোঝাও কমিয়ে এনেছে। [6]
নিচের পাইথন কোডটি ভেতরে "Hello Bangladesh" লেখাটি সহ ২০০x২০০ পিক্সেলের একটি উইন্ডো তৈরি করবে:
import gtk
def create_window():
window = gtk.Window()
window.set_default_size(200, 200)
window.connect('destroy', gtk.main_quit)
label = gtk.Label('Hello Bangladesh')
window.add(label)
label.show()
window.show()
create_window()
gtk.main()
অনেকগুলো উল্লেখযোগ্য অ্যাপলিকেশনে পাইজিটিকে ব্যবহার করা হয়ছে, কিছু উদাহরণ হলো:
রিপজিটরি | git |
---|---|
যে ভাষায় লিখিত | পাইথন, সি |
ধরন | উইজেট টুলকিট |
লাইসেন্স | এলজিপিএল |
ওয়েবসাইট | wiki |
জিঅবজেক্ট লাইব্রেরিসমূহের প্রবেশের মাধ্যমে পাইথন প্রোগ্রাম ব্যবহারের একটি র্যাপার পাইজিঅবজেক্ট সরবরাহ করে। জিঅবজেক্ট হলো জিটিকে+, জিলিব, জিঅবজেক্ট, জিআইও, জিস্ট্রিমার, ও অন্যান্য লাইব্রেরিসমূহে ব্যবহারের জন্যে একটি অবজেক্ট ব্যবস্থা।
জিঅবজেক্ট লাইব্রেরির মতই পাইজিঅবজেক্ট গ্নু লেসার জেনারেল পাবলিক লাইসেন্সের অধীনে নিবন্ধিত, তাই ফ্রি ও মালিকানাধীন দুধরনের সফটওয়্যারেই এটি ব্যবহার করা যাবে। ইতোমধ্যেই এটি অনেক অ্যাপলিকেশনে ব্যবহৃত হচ্ছে।
এখানকার অধিকাংশ সফটওয়্যারের পুরোনো সংস্করণগুলো পাইজিটিকে ব্যবহার করতো:
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.