পশ্চিম দিল্লি জেলা

দিল্লির একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

পশ্চিম দিল্লি জেলাmap

পশ্চিম দিল্লি জেলা হল ভারতের দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের একটি জেলা।

দ্রুত তথ্য পশ্চিম দিল্লি জেলা, দেশ ...
পশ্চিম দিল্লি জেলা
জেলা
Thumb
পশ্চিম দিল্লি জেলা
দিল্লির মানচিত্রে পশ্চিম দিল্লি জেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৮.৬৬০৮° উত্তর ৭৭.১০০৮° পূর্ব / 28.6608; 77.1008
দেশ ভারত
কেন্দ্রশাসিত অঞ্চলদিল্লি
সরকার
  শাসকদিল্লি পৌরসংস্থা
ভাষা
  সরকারিহিন্দি, ইংরেজি
সময় অঞ্চলভারতীয় সময় (ইউটিসি+৫:৩০)
নিকটবর্তী শহরগুরগাঁও
লোকসভা কেন্দ্রপশ্চিম দিল্লি
প্রশাসনিক সংস্থাদিল্লি পৌরসংস্থা
বন্ধ
Thumb
দিল্লির মানচিত্রে পশ্চিম দিল্লি জেলার অবস্থান

এই জেলার উত্তরে উত্তর পশ্চিম দিল্লি জেলা, পূর্বে উত্তর দিল্লি জেলামধ্য দিল্লি জেলা, দক্ষিণে দক্ষিণ পশ্চিম দিল্লি জেলা ও পশ্চিমে হরিয়াণার ঝজ্জর জেলা অবস্থিত।

এই জেলা তিনট মহকুমায় বিভক্ত – প্যাটেল নগর, রাজৌরি নগরপাঞ্জাবি বাগ। এখানকার প্রধান বসতি এলাকাগুলি হল জনকপুরীতিলক নগর

জনপরিসংখ্যান

২০১১ সালের জনগণনা অনুসারে, পশ্চিম দিল্লি জেলার জনসংখ্যা ২,৫৩১, ৫৮৩।[] যা কুয়েত রাষ্ট্র[] বা মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা রাজ্যের জনসংখ্যার প্রায় সমান।[] জনসংখ্যার হিসেবে ভারতের ৬৪০টি জেলার মধ্যে এই জেলার স্থান ১৬৯তম।[] এই জেলার জনঘনত্ব ১৯,৬২৫ জন প্রতি বর্গকিলোমিটার (৫০,৮৩০ জন/বর্গমাইল)[] ২০০১-২০১১ দশকে এই জেলার জনসংখ্যা বৃদ্ধির হার ১৮.৯১%।[] পশ্চিম দিল্লি জেলার লিঙ্গানুপাতের হার প্রতি ১০০০ পুরুষে ৮৭৬জন নারী।[] জেলার সাক্ষরতার হার ৮৭.১২%.[]

বহিঃসংযোগ

পাদটীকা

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.