পল ওয়েবস্টার (সাংবাদিক)
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
পল এফ. ওয়েবস্টার হলেন একজন ব্রিটিশ সাংবাদিক যিনি ২০১৮ সাল থেকে দ্য অবজারভারের সম্পাদক ছিলেন[1] তিনি এর আগে উইল হাটন, রজার অল্টন এবং জন মুলহল্যান্ডের অধীনে ২০ বছর ধরে দ্য অবজারভারের[2] উপ-সম্পাদক ছিলেন এবং তার আগে দ্য গার্ডিয়ানের বিদেশী ও স্বদেশী সম্পাদক ছিলেন।[3][4]
ওয়েবস্টার দ্য অবজারভারের সম্পাদক হন গার্ডিয়ান মিডিয়া গ্রুপের প্রধান সম্পাদক ক্যাথারিন ভিনার দ্বারা প্রচারের ফলে, যিনি বলেছিলেন তিনি একজন "অসাধারণ" সম্পাদক হবেন। ওয়েবস্টার বলেন: "সম্পাদক নিযুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত, বিশেষ করে কাগজের বিকাশের এমন একটি উত্তেজনাপূর্ণ সময়ে যখন এটি নতুন ট্যাবলয়েড বিন্যাসে পুনরায় চালু হয়েছে।"[5] তিনি জন মুলহল্যান্ডের স্থলাভিষিক্ত হন, যিনি এপ্রিল ২০১৮ সালে ব্রিটিশ প্রিন্ট সংবাদপত্রের ম্যানহাটন ভিত্তিক মার্কিন অনলাইন উপস্থিতিতে গার্ডিয়ান ইউএস- এর সম্পাদকের ভূমিকা গ্রহণ করেন।[6][7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.