Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
ইউনিনেট নোরিড এএস , বাণিজ্যিক ভাবে নোরিড, নরওয়ের উচ্চ-স্তরের তিনটি ডোমেইন .এনও, .এসজে ও .বিভি নিবন্ধনকারী সংস্থা। ট্রোন্ডহাইম শহরে এ অলাভজনক প্রতিষ্ঠানটি অবস্থিত।
ধরন | অধীনস্থ সহায়ক সংস্থা |
---|---|
শিল্প | ডোমেইন নাম নিবন্ধীকরন |
সদরদপ্তর | ট্রোন্ডহাইম , |
বাণিজ্য অঞ্চল | নরওয়ে |
পরিষেবাসমূহ | .এনও |
আয় | ২৩.১ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন (২০০৯) [1] |
সুদ ও করপূর্ব আয় | ৬.৬ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন(২০০৯) [1] |
নীট আয় | ৪.৮ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন (২০০৯) [1] |
মাতৃ-প্রতিষ্ঠান | ইউনিনেট |
ওয়েবসাইট | www.norid.no |
১৯৮৩ সালে নরওয়েজীয় টেলিযোগাযোগ প্রশাসনের গবেষণা প্রতিষ্ঠানে পল স্প্লিলিং কে .এনও ডোমেইন নিবন্ধনের দায়িত্ব দেয়া হয়। যদিও নীতিনির্ধারকরা চেয়েছিলেন , এটি পরিচালনার জন্য একটি অবাণিজ্যিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবে, সে অনুযায়ী ১৭ মার্চ ১৯৮৭ [2] ইউনিনেট প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় যেটি নরওয়েজীয় সরকারী বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তি সেবা সরবরাহ করে থাকে। [3] সে সময় ইউনিনেট, সিনটেফ (SINTEF) এর একটি শাখা হিসেবে পরিচালিত হতো, পরবর্তীতে ১৯৯৩ সালে নরওয়েজীয় শিক্ষা ও গবেষণা মন্ত্রনালয়ের অধীনে এটি লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়। ১৯৯৬ সালে ইউনিটের একটি অংশ হিসেবে নোরিড প্রতিষ্ঠিত হয় ও একে .এনও ডোমেইন পরিচালনার ভার দেয়া হয়। [3] ১৯৯৭ সালের ২১ আগস্ট, নোরিডকে নতুন ঘোষিত .এসজি ও .বিভি ডোমেইনের দায়িত্বও অর্পণ করা হয়। [4][5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.