Remove ads
ভারততত্ত্ববিদ ও লেখক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী (জন্ম: ২৩ নভেম্বর, ১৯৫০ ) একজন ভারতীয় বাঙালি ইতিহাসবিদ, লেখক ও ভারতবিদ্যা। তিনি ভারতীয় মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ।[২][৩] নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ২০১২ সালে প্রধান ভারতীয় মহাকাব্য মহাভারত ও রামায়ণের একটি বিশ্বকোষ তৈরির বৃহত আকারের প্রকল্প গ্রহণ করেন। কাজের অসুবিধা ও জটিলতার কারণে, প্রকল্পটিকে ধারণ করতে তাঁর এক দশক সময় লেগেছিল।
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী | |
---|---|
জন্ম | গোপালপুর, পাবনা, পূর্ববঙ্গ (পাকিস্তান) | ২৩ নভেম্বর ১৯৫০
জাতীয়তা | ভারতীয় |
নাগরিকত্ব | ভারত |
পেশা | অধ্যাপক (অবসরপ্রাপ্ত), লেখক |
পরিচিতির কারণ | ভারতীয় মহাকাব্য ও পুরাণের পণ্ডিত |
উল্লেখযোগ্য কর্ম | মহাভারতের অষ্টাদশী[১] (প্রবন্ধ) |
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী ১৯৫০ সালের ২৩ নভেম্বর পূর্ববঙ্গের (পাকিস্তান) পাবনা জেলার গোপালপুর গ্রামে (বর্তমানে বাংলাদেশ) জন্মগ্রহণ করেন।[৪] তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
নৃসিংহপ্রসাদ ভাদুড়ী প্রাচীন ভারতীয় গল্পগুলির সহজ ব্যাখ্যা ক্ষেত্রে তাঁর পণ্ডিতের জন্য খ্যাতিমান, বিশেষত ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত বিষয়ক।[৪] তিনি সাধারণত বাংলা ভাষায় লেখেন এবং বাল্মিকীর রাম ও রামায়ণ, অর্জুন ও দ্রৌপদী এবং কৃষ্ণা কুন্তি এবং কৌন্তেয় সহ বহু বই লিখেছেন।[৫] বহু বছর ধরে, তিনি বর্তমান, আনন্দ পাবলিশার্স, আনন্দমেলা, দেশ প্রভৃতি সরোদিয়া সংখ্যা সহ বাংলা পত্রিকায় হিন্দু মহাকাব্যের চরিত্র নিয়ে রচনা লিখছেন।[৬]
শিরোনাম | বছর | ভাষা | প্রকাশক | আইএসবিএন |
---|---|---|---|---|
বাল্মীকির রাম ও রামায়ণ | ১৯৮৯ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৯৭৮-৮১-৭০৬৬-২২৬-৬ |
মহাভারতের ভারত যুদ্ধ ও কৃষ্ণ | ১৯৯০ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৯৭৮-৮১-৭২১৫-০২৮-০ |
মহাভারত (ছোটদের জন্য) | ১৯৯৩ | বাংলা | শিশু সাহিত্য সংসদ | |
অর্জুন ও দ্রৌপদী | ১৯৯৩ | বাংলা | সাহিত্য সংসদ | |
দেবতার মানবায়ন | ১৯৯৫ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৮১-৭২১৫-১৫৬-X |
কৃষ্ণা কুন্তী ও কৌন্তেয় | ১৯৯৮ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৯৭৮৮১৭২১৫৩৮৫৪ |
শুকসপ্ততি | ২০০১ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৯৭৮-৮১-৭৭৫৬-১০০-৫ |
মহাভারতের ছয় প্রবীণ | ২০০২ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৮১-৭৭৫৬-২২৮-২ |
মহাভারতের অষ্টাদশী | ২০১৩ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৯৭৮৯৩৫০৪০২৮০১ |
মহাভারতের প্রতিনায়ক | ২০১৫ | বাংলা | আনন্দ পাবলিশার্স | আইএসবিএন ৯৭৮৮১৭৭৫৬৮২০২ |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.