Loading AI tools
বাংলাদেশী রাজনীতিবিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নিতাই রায় চৌধুরী (জন্ম: ১৯৪৯ ) হলেন একজন বাংলাদেশী আইনজীবী ও রাজনীতিবিদ যিনি মাগুরা-২ আসনের সংসদ সদস্য এবং মন্ত্রী ছিলেন।[2][3]
নিতাই রায় চৌধুরী | |
---|---|
বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী | |
কাজের মেয়াদ ৯ সেপ্টেম্বর ১৯৯০ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | রুহুল আমিন হাওলাদার |
উত্তরসূরী | আলমগীর এম. এ. কবীর |
বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২ মে ১৯৯০ – ৯ সেপ্টেম্বর ১৯৯০ | |
মাগুরা-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৮৮ – ৬ ডিসেম্বর ১৯৯০ | |
পূর্বসূরী | মোহাম্মদ আছাদুজ্জামান |
উত্তরসূরী | মোহাম্মদ আছাদুজ্জামান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৪৯ হাটবাড়িয়া, মহম্মদপুর, মাগুরা, পূর্ব পাকিস্তান। (বর্তমান বাংলাদেশ) |
জাতীয়তা | বাংলাদেশী |
রাজনৈতিক দল | বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
দাম্পত্য সঙ্গী | ঝুমা রায় চৌধুরী[1] |
সম্পর্ক | গয়েশ্বর চন্দ্র রায় (বিয়াই) |
সন্তান | ৫ |
পেশা | আইনজীবী রাজনীতিবিদ |
নিতাই রায় চৌধুরী ১৯৪৯ সালে মাগুরার মহম্মদপুরর হাটবাড়িয়া গ্রামের জন্মগ্রহণ করেন। তার স্ত্রী ঝুমা রায় চৌধুরী, এই দম্পতীর নিপুন রায় চৌধুরী সহ ২ পুত্র ও ৩ কন্যা।
নিতাই রায় চৌধুরী একজন আইনজীবী।
নিতাই ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দায়িত্ব পালন করেন মন্ত্রীর মর্যাদায় মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে।
এরপর তিনি ২ মে ১৯৯০ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৯০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ৯ সেপ্টেম্বর ১৯৯০ থেকে ৬ ডিসেম্বর ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[4]
এরশাদ সরকারের পতনের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়ে বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।[5][6]
নিতাই রায় চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে, ২০০১ সালের অষ্টম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসন থেকে পরাজত হয়েছিলেন।[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.