Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নিউ ক্যালিডোনিয়ায় ইসলাম একটি সংখ্যালঘু ধর্মবিশ্বাস, যার অনুসারী জনসংখ্যার ২.৬% বা ৬,৩৫৭ জন। এই সম্প্রদায়টি মূলত জাভানীয় জনগোষ্ঠীর,[1] এবং মূলত ফরাসী এবং আরবি বা ইন্দোনেশীয় ভাষায় কথা বলে, যা তাদের এবং পার্শ্ববর্তী অস্ট্রেলিয়া এবং ফিজির ইংরেজপ্রবণ মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভাষাগত ব্যবধান সৃষ্টি করে।[2] নুমেয়ায় একটি ইসলামিক কেন্দ্র রয়েছে এবং বুরাইলে অন্য একটি আলজেরীয়-কালেডোনীয়দের খাদ্যাদি পরিবেশন কেন্দ্র আছে।[3]
নিউ ক্যালিডোনিয়ায় প্রথম মুসলমানদের মধ্যে ১৮৮২ সালে সেখানে প্রেরিত আলজেরীয় বন্দীরা ছিল,[4] তার পরে ইন্দোনেশীয়, সোমালি এবং আরব শ্রমিকরা আসে।[1]
১৯৭৫ সালে একটি পূর্ববর্তী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে অ্যাসোসিয়েশন দেস মুসুলমানস দে নুভলে কালেডোনি (নিউ ক্যালিডোনিয়া মুসলিম অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠিত হয়েছিল।[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.