শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
নিইগাতা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
নিইগাতা জাপানের চুউবু অবস্থিত নিইগাতা প্রশাসনিক অঞ্চলের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর। এটি হোনশুর পশ্চিম উপকূলে সবচেয়ে বড় শহর এবং নাগোইয়ার পর চুউবু অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি জাপান সাগর ও সাদো দ্বীপের সম্মুখে অবস্থিত। শহরের জনসংখ্যা ২০১৯ সালের ১ জুলাইয়ের হিসাবে ৭,৯৭,৫৯১ জন ও জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১,০৯৮ জন ছিল। শহরের আয়তন ৭২৬.৪৫ বর্গ কিলোমিটার (২৮০.৪৮ বর্গ মাইল)। বৃহত্তর নিইগাতা, নিইগাতা মেট্রোপলিটন কর্মসংস্থান এলাকার জিডিপি এর পরিমাণ ২০১০ সালের হিসাবে ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।[২][৩]
Remove ads
একটি বন্দর শহর হিসাবে দীর্ঘ ইতিহাসের সাথে, মেইজি পুনরুদ্ধারের পরে নিইগাতা একটি মুক্ত বন্দর হয়ে ওঠে। নিইগাতার শহর সরকার ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। নিকটবর্তী পৌরসভার সঙ্গে ২০০৫ সালে একীভূত হওয়ার ফলে শহরের জনসংখ্যা ৮,১০,০০০ জনে উন্নীত হয়। আশেপাশের অঞ্চলসমূহের সংযুক্তি শহরটিকে জাপানের সবচেয়ে বড় ধান ক্ষেতের জমি দিয়েছে। এটি ২০০৭ সালের ১লা এপ্রিল হোনশু দ্বীপের জাপান সাগরের উপকূলবর্তী প্রথম সরকার মনোনীত শহর হয়ে ওঠে।
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads