নিইগাতা
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
নিইগাতা জাপানের চুউবু অবস্থিত নিইগাতা প্রশাসনিক অঞ্চলের রাজধানী ও সবচেয়ে জনবহুল শহর। এটি হোনশুর পশ্চিম উপকূলে সবচেয়ে বড় শহর এবং নাগোইয়ার পর চুউবু অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর। এটি জাপান সাগর ও সাদো দ্বীপের সম্মুখে অবস্থিত। শহরের জনসংখ্যা ২০১৯ সালের ১ জুলাইয়ের হিসাবে ৭,৯৭,৫৯১ জন ও জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ১,০৯৮ জন ছিল। শহরের আয়তন ৭২৬.৪৫ বর্গ কিলোমিটার (২৮০.৪৮ বর্গ মাইল)। বৃহত্তর নিইগাতা, নিইগাতা মেট্রোপলিটন কর্মসংস্থান এলাকার জিডিপি এর পরিমাণ ২০১০ সালের হিসাবে ৩.৩ বিলিয়ন মার্কিন ডলার।[2][3]
নিইগাতা 新潟市 | |
---|---|
মনোনীত শহর | |
নিইগাতা সিটি | |
নিইগাতা প্রশাসনিক অঞ্চলে নিইগাতার অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৭°৫৪′৫৮″ উত্তর ১৩৯°২′১১″ পূর্ব | |
রাষ্ট্র | জাপান |
অঞ্চল | চুউবু (কোশিনেতসু) (হোকুরিকু) |
প্রশাসনিক অঞ্চল | নিইগাতা |
শহরের স্থিতি | ১ এপ্রিল, ১৮৮৯[তথ্যসূত্র প্রয়োজন] |
সরকার | |
• - মেয়র | ইয়াচি নাকহারা (২০১৮ সালের নভেম্বর মাস থেকে) |
আয়তন | |
• মনোনীত শহর | ৭২৬.৪৫ বর্গকিমি (২৮০.৪৮ বর্গমাইল) |
জনসংখ্যা (১ জুলাই, ২০১৯) | |
• মনোনীত শহর | ৭,৯৭,৫৯১ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
• মহানগর[1] (2015) | ১০,৬০,০১৩ (১৭তম) |
সময় অঞ্চল | জাপানের প্রমাণ সময় (ইউটিসি+৯) |
প্রতীক | |
• গাছ | উইলো |
• ফুল | টিউলিপ |
• পাখি | রাজহাঁস |
ফোন সংখ্যা | ০২৫-২৪৩-৪৮৯৪ |
ঠিকানা | ১-৬০২-১ গাক্কাচা-দরি, চা-কু, নিইগাতা-শি, নিইগাতা-কেন ৯৫১-৮৫৫০ |
ওয়েবসাইট | http://www.city.niigata.lg.jp/ |
একটি বন্দর শহর হিসাবে দীর্ঘ ইতিহাসের সাথে, মেইজি পুনরুদ্ধারের পরে নিইগাতা একটি মুক্ত বন্দর হয়ে ওঠে। নিইগাতার শহর সরকার ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। নিকটবর্তী পৌরসভার সঙ্গে ২০০৫ সালে একীভূত হওয়ার ফলে শহরের জনসংখ্যা ৮,১০,০০০ জনে উন্নীত হয়। আশেপাশের অঞ্চলসমূহের সংযুক্তি শহরটিকে জাপানের সবচেয়ে বড় ধান ক্ষেতের জমি দিয়েছে। এটি ২০০৭ সালের ১লা এপ্রিল হোনশু দ্বীপের জাপান সাগরের উপকূলবর্তী প্রথম সরকার মনোনীত শহর হয়ে ওঠে।
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.